Harshaali Malhotra: 'বজরঙ্গী ভাইজান' ছবির মুন্নি এখন কেমন? রইল ছবি
সলমন খান অভিনীত 'বজরঙ্গী ভাইজান' ছবির মুন্নিকে মনে আছে? শিশু অভিনেত্রী হর্ষালি মলহোত্র তাঁর মুখভঙ্গি দিয়েই মন জয় করেছিলেন দর্শকের। কেমন আছেন তিনি এখন? কেমন দেখতে হয়েছে তাঁকে? কী করেন তিনি?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছেন ২০১৫ সালের বিখ্যাত মুন্নি। তাঁর কত্থক ক্লাস থেকে বের হতেই হাসি মুখে পোজ দিলেন। ভাইরাল হয়েছে সেই ভিডিও।
যখন কবীর খান পরিচালিত 'বজরঙ্গী ভাইজান' ছবিতে কাজ করেছিলেন হর্ষালি মলহোত্র, তখন তাঁর বয়স ছিল মাত্র ৭।
সলমন খান, করিনা কপূর খান, নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো তাবড় তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন হর্ষালি।
সেরা ডেবিউ বিভাগে 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড'-এ মনোনীত হওয়া কনিষ্ঠতম অভিনেত্রী হিসেবে ইতিহাস তৈরি করেন হর্ষালি।
হর্ষালি 'বেস্ট চাইল্ড আর্টিস্ট' বিভাগে স্ক্রিন অ্যাওয়ার্ডস পান, এবং আরও একাধিক পুরস্কারের জন্য মনোনয়ন পান।
'বজরঙ্গী ভাইজান' ছবির সাফল্যের পর 'কবুল হ্যায়' (২০১৪), 'লওট আও তৃশা' (২০১৪) ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা যায়।
জি টিভির ধারাবাহিক 'কবুল হ্যায়'তে হর্ষালিকে দেখা যায় জোয়া ফারুকির ছোটবেলার চরিত্রে।
লাইফ ওকে চ্যানেলের ধারাবাহিক 'লওট আও তৃশা'য় তাঁকে সানিয়া স্বাইকার চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
এছাড়াও জনপ্রিয় 'সাবধান ইন্ডিয়া'র একটি পর্বেও তাঁকে অভিনয় করতে দেখা যায়। অল্প বয়সে হর্ষালির অভিনয় দক্ষতা তাঁকে আক্ষরিক অর্থেই ইন্ডাস্ট্রিতে অনন্য করে তোলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -