Sawan Sombar 2023 : দূষণ অসুরকে বধ করেছিলেন মহাদেব ! 'শাওন সোমবারে' জানুন উজ্জ্বয়িনীর মহাকালেশ্বরের গল্প
সারা ভারতে শাওন পালন শুরু হয়েছে ৪ জুলাই। সেই হিসেবে আজ শাওনের দ্বিতীয় সোমবার। তবে বাংলায় ১৮ জুলাই, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউজ্জয়িনী। বিখ্যাত এক পৌরাণিক শহর... ইতিহাসের শহর। এখানেই মহাকালেশ্বর মন্দিরে দেবাদিদেবের বাস, বিশ্বাস ভক্তদের। তাই এই মন্দিরে শ্রাবণে বাঁধভাঙা ভিড়।
স্কন্দপুরাণ মতে, ত্রিপুরাসুরকে যুদ্ধে পরাজিত করেন স্বয়ং মহাদেব। তারপর এই জায়গার নাম রাখা হয় উজ্জয়িনী।
অন্যান্য ক্ষেত্রে মহাদেব পার্বতীকে শক্তি অথবা অস্ত্র প্রদান করেন। এক্ষেত্রে ঘটেছিল তার বিপরীত।
নর্মদার তীরে ওঙ্কারেশ্বর, শিপ্রার তীরে মহাকাল। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ২ জ্যোতির্লিঙ্গ। তাই শিবক্ষেত্র হিসেবে প্রসিদ্ধ এই শহর।
যুগ যুগ ধরে মানুষের কাছে মহাকালেশ্বর মন্দিরের গুরত্ব যে অপরিসীম। শাওনের সময় লক্ষ লক্ষ মানুষ সব পাপ ধুয়ে ফেলতে দেবাদিদেবের শরণে আশ্রয় নেন।
মহাকালেশ্বর মন্দিরে একপাশে রয়েছে অনাদি কল্পেশ্বরের মন্দির। মন্দিরের মধ্যে রয়েছে কোটিতীর্থকুণ্ড।
শ্মশানচারী শিবের একমাত্র অলঙ্কার হল ভস্ম। একমাত্র এখানেই সেই বিশেষ ভস্মারতি হয় মহাদেবের।
দূষণ নামক এক অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে উজ্জয়িনী। দেবতাদের অনুরোধে মহাকালেশ্বর দূষণ অসুরকে বধ করেন।
শিবরাত্রি থেকে শাওন, যে কোনও শিবপুজো উপলক্ষ্যেই কাতারে কাতারে মানুষ এসে এখানে পুজো দেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -