Hrithik Roshan: একের পর এক প্রেমে ভাঙন, এবার হৃত্বিক-সাবার সম্পর্কেও চিড়?

Hrithik Roshan and Saba Azad: ঋত্বিক-সাবার প্রেম দীর্ঘদিনের। তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই রাখঢাক করেননি। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতেন ঋত্বিক-সাবা।

সম্পর্ক ভাঙছে হৃতিক রোশন আর সাবা আজ়াদ-এর?

1/9
সম্পর্ক ভাঙছে হৃতিক রোশন (Hrithik Roshan) আর সাবা আজ়াদ (Saba Azad)-এর? একের পর এক সম্পর্ক ভাঙছে টলিউড থেকে শুরু করে বলিউডে। সেই তালিকায় কী জুড়ল ঋত্বিক-সাবার নামও?
2/9
ঋত্বিক-সাবার প্রেম দীর্ঘদিনের। তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই রাখঢাক করেননি। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতেন ঋত্বিক-সাবা।
3/9
তবে হঠাৎ কি সেই সম্পর্কে ছন্দপতন? হৃতিক রোশন আর সাবা আজাদের সম্পর্ক কী ভাঙনের মুখে?
4/9
গুঞ্জনের শুরুটা হয়েছিল অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে থেকে। সেখানে আমন্ত্রিত হিসেবে একাই গিয়েছিলেন ঋত্বিক। ছিলেন না সাবা।
5/9
অদ্ভূতভাবে, এর পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে ঋত্বিককে দেখা যাচ্ছে একা। কোনো সময়েই পাশে থাকছেন না সাবা আজ়াদ।
6/9
আর হৃতিকের পাশে সাবাকে না দেখেই অনুরাগীরা অনেকে মনে করছেন, তাঁদের সম্পর্কে বোধহয় ভাঙন ধরেছে। আর একসঙ্গে সময় কাটাতে পছন্দ করছেন না হৃতিক সাবা?
7/9
যে অনুরাগীরা ভাবছিলেন সম্পর্কে ভাঙন ধরেছে ঋত্বিক ও সাবার, তাঁরা যেন এই ছবি দেখে শান্তি পেয়েছেন। যদিও মুখে কিছু বলেননি ঋত্বিক সাবা তবে একসঙ্গেই রয়েছেন, এই খবরে সিলমোহর দিলেন আজই।
8/9
হৃতিক ও সাবার পোশাক ছিল সাধারণ, দুজনের মুখেই ছিল মাস্ক। তবে চিনতে ভুল হওয়ার জো নেই। অনুরাগীরা অনায়াসেই চিনে ফেললেন তাঁদের প্রিয় জুটিকে। দেখে শান্তি পেলেন সবাই।
9/9
ঋত্বিক ও সাবা দুজনেই বর্তমানে ব্যস্ত নিজেদের কেরিয়ার নিয়েও। পাশাপাশি, সুস্থ সুন্দর রয়েছে তাঁদের সম্পর্কও।
Sponsored Links by Taboola