Hrithik Roshan: একের পর এক প্রেমে ভাঙন, এবার হৃত্বিক-সাবার সম্পর্কেও চিড়?

সম্পর্ক ভাঙছে হৃতিক রোশন (Hrithik Roshan) আর সাবা আজ়াদ (Saba Azad)-এর? একের পর এক সম্পর্ক ভাঙছে টলিউড থেকে শুরু করে বলিউডে। সেই তালিকায় কী জুড়ল ঋত্বিক-সাবার নামও?
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ঋত্বিক-সাবার প্রেম দীর্ঘদিনের। তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই রাখঢাক করেননি। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতেন ঋত্বিক-সাবা।

তবে হঠাৎ কি সেই সম্পর্কে ছন্দপতন? হৃতিক রোশন আর সাবা আজাদের সম্পর্ক কী ভাঙনের মুখে?
গুঞ্জনের শুরুটা হয়েছিল অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে থেকে। সেখানে আমন্ত্রিত হিসেবে একাই গিয়েছিলেন ঋত্বিক। ছিলেন না সাবা।
অদ্ভূতভাবে, এর পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে ঋত্বিককে দেখা যাচ্ছে একা। কোনো সময়েই পাশে থাকছেন না সাবা আজ়াদ।
আর হৃতিকের পাশে সাবাকে না দেখেই অনুরাগীরা অনেকে মনে করছেন, তাঁদের সম্পর্কে বোধহয় ভাঙন ধরেছে। আর একসঙ্গে সময় কাটাতে পছন্দ করছেন না হৃতিক সাবা?
যে অনুরাগীরা ভাবছিলেন সম্পর্কে ভাঙন ধরেছে ঋত্বিক ও সাবার, তাঁরা যেন এই ছবি দেখে শান্তি পেয়েছেন। যদিও মুখে কিছু বলেননি ঋত্বিক সাবা তবে একসঙ্গেই রয়েছেন, এই খবরে সিলমোহর দিলেন আজই।
হৃতিক ও সাবার পোশাক ছিল সাধারণ, দুজনের মুখেই ছিল মাস্ক। তবে চিনতে ভুল হওয়ার জো নেই। অনুরাগীরা অনায়াসেই চিনে ফেললেন তাঁদের প্রিয় জুটিকে। দেখে শান্তি পেলেন সবাই।
ঋত্বিক ও সাবা দুজনেই বর্তমানে ব্যস্ত নিজেদের কেরিয়ার নিয়েও। পাশাপাশি, সুস্থ সুন্দর রয়েছে তাঁদের সম্পর্কও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -