সুজানকে ৩৮০ কোটি টাকা খোরপোশ দিয়েছিলেন হৃতিক রোশন!
বলিউড তারকাদের বিয়ে নিয়ে যেমন চর্চা হয়, তেমনই হয় বিচ্ছেদ নিয়ে। এমন অনেক তারকা আছেন যাদের বিচ্ছেদের পর বিপুল অঙ্কের খোরপোশ দিতে হয়েছে। আবার অনেকেই বিপুল অঙ্কের খোরপোশ পেয়েছেন। জেনে নিনি তাঁদের নাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহৃতিক রোশন এবং সুজান খান: ১৪ বছরের সম্পর্ক ভেঙে যায় ২০১৪ সালে। সংবাদমাধ্যমে বলা হয়, ৪০০ কোটি টাকা খোরপোশ দাবি করেছেন সুজান। শেষ পর্যন্ত ৩৮০ কোটি টাকা খোরপোশ নেন তিনি।
করিশ্মা কপূর এবং সঞ্জয় কপূর: ২০১৬ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। সন্তানদের জন্য ১৪ কোটি টাকার বন্ড কেনেন সঞ্জয় কপূর। এর বাইরে কারিশ্মাকে সঞ্জয়ের বাবার বাড়িও দেওয়া হয়েছিল।
সইফ আলি খান এবং অমৃতা সিং: ২০০৪ সালে সইফ-অমৃতার বিচ্ছেদ হয়েছিল। সইফ অমৃতাকে ৫ কোটি টাকা দিয়েছিলেন। অমৃতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে ২০১২ সালে কারিনা কপূরকে বিয়ে করেছিলেন সইফ।
সঞ্জয় দত্ত এবং রিয়া পিল্লাই: ১৯৮৯ সালে সঞ্জয়ের সঙ্গে দ্বিতীয় স্ত্রী রিয়া পিল্লাইয়ের বিবাহবিচ্ছেদ হয়। বিবাহবিচ্ছেদের পরে রিয়ার জন্য যাবতীয় খরচ তিনিই করতেন। এ ছাড়া তিনি রিয়াকে সমুদ্রমুখী অ্যাপার্টমেন্ট এবং বিলাসবহুল গাড়িও দিয়েছিলেন।
ফারহান আখতার এবং অধুনা ভবানী: ২০১৬ সালে ফারহান ও অধুনার বিবাহবিচ্ছেদ হয়। এককালীন খোরপোশ দিয়েছিলেন ফারহান আখতার। যদিও এই পরিমাণ কত ছিল তা প্রকাশ করা হয়নি। ১০,০০০ বর্গফুটের একটি বাংলোও দিয়েছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -