Sussanne Khan Birthday Pics:গোয়ায় বন্ধুবান্ধবদের সঙ্গে জমিয়ে জন্মদিন উদযাপন সুজান খানের, ছিলেন....
ইন্টেরিওর ও ফ্যাশন ডিজাইনার সুজান খান গত ২৬ অক্টোবর জন্মদিন পালন করলেন। বলিউড অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজানের ওই দিন ছিল ৪৩ তম জন্মদিন। গোয়ায় ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে এই বিশেষ দিনটির উদযাপন করলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্তমানে আরসালান গোনির সঙ্গে সুজান ডেট করছেন বলে জল্পনা ছড়িয়েছে। সেই আরসালান সোশাল মিডিয়ায় সুজানের জন্মদিন একটি আবেগমাখা পোস্ট শেয়ার করেছেন। লিখেছেন, হ্যাপি হ্যাপি বার্থডে ডার্লিং...দারুণ একটা বছর ও দুর্দান্ত জীবনের কামনা করছি। আমার জীবনে এত ভালো মনের মানুষ আগে দেখিনি..। যা চেয়েছ, তাই যেন পাও। অনেক অনেক ভালোবাসা।
অনুশা রঞ্জনও সোশাল মিডিয়ায় সুজানের জন্মদিন উদযাপনের কিছু ঝলক শেয়ার করেছেন।
আর এত প্রিয়জনদের সঙ্গে জন্মদিন উদযাপন করতে পেরে খুবই খুশি সুজান। তার ঝলক দেখা গিয়েছে ছবিগুলিতে।
আরসালান ও সুজান একসঙ্গে কেকও কাটলেন। যদিও দুজনের কেউই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি। কিন্তু তাঁদের সম্পর্ক নিয়ে সোশাল মিডিয়ায় জল্পনা থেকে নেই।
আরসালানের ইনস্টাগ্রাম পোস্টে একটি মিষ্টি মন্তব্যও করেছেন সুজান। লিখেছেন, ধন্যবাদ, ধন্যবাদ। আমার ‘সবকিছুকে’ ধন্যবাদ।
সবমিলিয়ে জন্মদিনটা দারুণ কাটিয়েছেন সুজান। উল্লেখ্য বিবাহবিচ্ছেদের পরও হৃতিকের সঙ্গে খুবই আন্তরিক সম্পর্কে রয়েছে তাঁর। ( সব ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -