Huma Quereshi Birthday: দিল্লির ব্য়বসায়ী পরিবারের মেয়ে হুমার জীবন বদলে দিয়েছিল অনুরাগ কাশ্যপের ছবি
হুমা কুরেশি
1/10
একের পর এক ভিন্ন ধারার ছবি, অভিনয়ের জোরেই বলিউডে অল্প সময়ে নিজের জায়গা পাকা করে ফেলেছেন অভিনেত্রী হুমা কুরেশি। আজ তাঁর জন্মদিন। অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের এইসব তথ্যগুলো জানেন কি?
2/10
দিল্লিতে বড় হওয়া হুমা কুরেশি আদতে ব্যবয়াসী পরিবারের সন্তান। অভিনেত্রীর বাবা সালিম কুরেশি ১০টি রেস্তোরাঁ চালান।
3/10
ইতিহাতে অনার্স নিয়ে স্নাতক হয়েছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।
4/10
অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি 'গ্যাংস অফ ওয়াসেপুর' কেরিয়ারের মোড় বদলে দিয়েছে হুমার।
5/10
'গ্যাংস অফ ওয়াসেপুর' ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেন হুমা কুরেশি।
6/10
কোভিড পরিস্থিতিতে করোনায় আক্রান্ত রোগীদের পাশে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
7/10
অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজ করতেও ভালোবাসেন তিনি।
8/10
মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখতে দেখা যায় নায়িকাকে।
9/10
চলতি বছরে তাঁর মুক্তি পাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটের ছবি 'মহারানি'-তে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন হুমা কুরেশি।
10/10
জীবনটাকে উপভোগ করতে ভালোবাসেন তিনি। তাই সুযোগ পেলেই বেড়াতে বেরিয়ে পড়েন নানা জায়গায়।
Published at : 28 Jul 2021 10:13 PM (IST)