'Pathaan' Press Meet: প্রথমবার মিডিয়ার মুখোমুখি টিম 'পাঠান', আড্ডায় মাতলেন শাহরুখ-দীপিকা-জন-সিদ্ধার্থ
Pathaan: শাহরুখ খানের সঙ্গে, দীপিকা, জন ও সিদ্ধার্থও উপস্থিত ছিলেন এদিনের আলাপচারিতায়। প্রত্যেকেই কথা বলার সময় দর্শক মহল ফেটে পড়ে হাততালি, স্লোগানে। জন আব্রাহামকে পাঠানের মেরুদণ্ড বলেন শাহরুখ।
'পাঠান'
1/10
বক্স অফিসে ঝড় তুলেছে 'পাঠান'। ছবির কোনও প্রচার এ পর্যন্ত হয়নি। তবে আজ, মুক্তির পাঁচ দিনের মাথায় প্রথম মিডিয়ার সামনে এল ছবির গোটা টিম।
2/10
রবিবার মুম্বইয়ে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। মঞ্চ আলো করে বসেছিলেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম ও ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
3/10
আপাদমস্তক কালো পোশাকে নজর কাড়ছিলেন পর্দার 'পাঠান' ও 'জিম'। সঙ্গে ফ্লোরাল ড্রেসে মোহময়ী দীপিকা পাড়ুকোন।
4/10
মঞ্চে প্রশ্নোত্তর পর্বের ফাঁকে ফাঁকেই মুহুর্মুহু চলল স্লোগানিং, 'উই লভ শাহরুখ', 'আই লভ ইউ শাহরুখ', 'দীপিকা দীপিকা' বা 'জন জন' বলে চিৎকার শোনা যায় দর্শকাসন থেকে।
5/10
এদিন মঞ্চে ছবির তিন তারকাকে একসঙ্গে 'ঝুমে যো পাঠান' গানে পা মেলাতে দেখা যায়।
6/10
শাহরুখ খানের কথায়, 'আমরা যখনই ছবি তৈরি করি, আমরা চাই তা যেন ভালবাসা ছড়িয়ে দিতে পারে। কারও আবেগে আঘাত করার উদ্দেশ্য আমাদের থাকে না।'
7/10
তাঁর কথায়, 'দীপিকা হলেন অমর, আমি আকবর ও জন হচ্ছেন অ্যান্থনি। আমরা আপনাদের ভালবাসি, তাই আমরা ছবি তৈরি করি। এর থেকে বড় কিছু হয় না।'
8/10
এদিনের সাংবাদিক বৈঠকে শাহরুখ খান জানিয়েছেন তিনি 'পাঠান ২' করতে রাজি। শুধু পরিচালকের ডাক দেওয়ার অপেক্ষা।
9/10
এদিনের অনুষ্ঠানে জন আব্রাহাম বলেন, 'জাতীয় ধন'। একইসঙ্গে শাহরুখ বলেন, 'জন এই ছবির মেরুদণ্ড'।
10/10
গোটা সাংবাদিক বৈঠকের শেষে দুই বাহু ছড়িয়ে ট্রেডমার্ক পোজে দেখা যায় কিং খানকে।
Published at : 30 Jan 2023 08:08 PM (IST)