অবসরে দেখতে পারেন এই ১০টি জনপ্রিয় সিনেমা, IMDB-এর রেটিংয়ে সেরার সেরা এই ছবিগুলি
বিশ্বের সেরা দশ ওয়েব সিরিজে স্থান পেয়েছে ভারতের দুটি জনপ্রিয় সিরিজ এবং সিনেমা। ছুটির দিনে কিংবা অবসরে কী করবেন ভাবছেন? সেক্ষেত্রে আপনার জন্য রইল একটি ছবির তালিকা। এই ছবিগুলি IMDB-এর রেটিং তালিকায় প্রথম দশে রয়েছে। IMDb-এর সেরা দশের প্রথমে রয়েছে TVF's এর ওয়েব সিরিজ Aspirants। এটিকে ৯.৭ রেটিং দেওয়া হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএরপর রয়েছে হর্শদ মেহতার 'Scam 1992' ছবিটি। এটি IMDbতে ৯.৫ রেটিং পেয়েছে।
তিন নম্বরে রয়েছে ওয়েবসিরিজ 'Breaking Bad। আইএমডিবির রেটিংইয়ে এই সিরিজটিকে দেওয়া হয়েছে ৯.৩।
ওয়েবসিরিজ Avatar: The Last Airbender ৯.৩ রেটিং নিয়ে রয়েছে চতুর্থ নম্বরে।
একই রেটিং নিয়ে পাঁচ নম্বরে রয়েছে 'The Wire'।
জনপ্রিয় ওয়েব সিরিজ 'Rick and Morty' রয়েছে ষষ্ঠ স্থানে। IMDb-তে ৯.২ রেটিং পেয়েছে এই অ্যানিমেটেড সিরিজটি।
বিশ্বে অত্যন্ত জনপ্রিয় সিরিজ Game of Thrones রয়েছে সপ্তম স্থানে। এখনও না দেখে থাকলে একটা ট্রাই নিতেই পারেন।
কই রেটিংয়ে The Sopranos রয়েছে আট নম্বরে।
৯.১ রেটিং নিয়ে নয় নম্বর স্থানে রয়েছে Sherlock।
দশম স্থানে Fullmetal Alchemist: Brotherhood। ছুটির দিন জমে যাক এই ছবি দেখেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -