অবসরে দেখতে পারেন এই ১০টি জনপ্রিয় সিনেমা, IMDB-এর রেটিংয়ে সেরার সেরা এই ছবিগুলি

সেরা দশ ওয়েব সিরিজে স্থান পেয়েছে ভারতের দুটি জনপ্রিয় সিরিজ এবং সিনেমা

1/10
বিশ্বের সেরা দশ ওয়েব সিরিজে স্থান পেয়েছে ভারতের দুটি জনপ্রিয় সিরিজ এবং সিনেমা। ছুটির দিনে কিংবা অবসরে কী করবেন ভাবছেন? সেক্ষেত্রে আপনার জন্য রইল একটি ছবির তালিকা। এই ছবিগুলি IMDB-এর রেটিং তালিকায় প্রথম দশে রয়েছে। IMDb-এর সেরা দশের প্রথমে রয়েছে TVF's এর ওয়েব সিরিজ Aspirants। এটিকে ৯.৭ রেটিং দেওয়া হয়েছে।
2/10
এরপর রয়েছে হর্শদ মেহতার 'Scam 1992' ছবিটি। এটি IMDbতে ৯.৫ রেটিং পেয়েছে।
3/10
তিন নম্বরে রয়েছে ওয়েবসিরিজ 'Breaking Bad। আইএমডিবির রেটিংইয়ে এই সিরিজটিকে দেওয়া হয়েছে ৯.৩।
4/10
ওয়েবসিরিজ Avatar: The Last Airbender ৯.৩ রেটিং নিয়ে রয়েছে চতুর্থ নম্বরে।
5/10
একই রেটিং নিয়ে পাঁচ নম্বরে রয়েছে 'The Wire'।
6/10
জনপ্রিয় ওয়েব সিরিজ 'Rick and Morty' রয়েছে ষষ্ঠ স্থানে। IMDb-তে ৯.২ রেটিং পেয়েছে এই অ্যানিমেটেড সিরিজটি।
7/10
বিশ্বে অত্যন্ত জনপ্রিয় সিরিজ Game of Thrones রয়েছে সপ্তম স্থানে। এখনও না দেখে থাকলে একটা ট্রাই নিতেই পারেন।
8/10
কই রেটিংয়ে The Sopranos রয়েছে আট নম্বরে।
9/10
৯.১ রেটিং নিয়ে নয় নম্বর স্থানে রয়েছে Sherlock।
10/10
দশম স্থানে Fullmetal Alchemist: Brotherhood। ছুটির দিন জমে যাক এই ছবি দেখেই।
Sponsored Links by Taboola