Imran Khan Birthday: বাবা বাঙালি হিন্দু, কিন্তু ইমরান কেন 'খান' পদবি ব্যবহার করেন?

ইমরান খান

1/10
আজ জন্মদিন বলিউড অভিনেতা ইমরান খানের। আজ তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক এমন কিছু তথ্য, যা জানেন না বহু মানুষ।
2/10
রোম্যান্টিক কমেডি ছবি 'জানে তু ইয়া জানে না' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় ইমরান খানের। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। ইমরান খান আসলে আমির খানের ভাগ্নে।
3/10
যদিও ইমরান খানের পদবি খান নয় একেবারেই। অভিনেতার আসল নাম ইমরান পাল।
4/10
বলিউড অভিনেতা ইমরান খানের বাবা ছিলেন হিন্দু বাঙালি। তাঁর নাম অনিল পাল। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অভিনেতার মা একজন সাইকোলজিস্ট।
5/10
বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর মায়ের বিয়ের আগের পদবিই ব্যবহার করার সিদ্ধান্ত নেন ইমরান।
6/10
'জানে তু ইয়া জানে না' ছবি দিয়ে বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেও শিশুশিল্পী হিসেবে আগেই আত্মপ্রকাশ হয়ে গিয়েছে ইমরান খানের।
7/10
আমির খানের 'কয়ামত সে কয়ামত তক' ছবিতে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল ইমরান খানকে। ছবিটি মুক্তি পায় ১৯৮৮ সালে।
8/10
পাকাপাকিভাবে আমেরিকার বাসিন্দা ইমরান খান। পেশাগত কারণেই ও দেশে বসবাস করেন অভিনেতা।
9/10
ছোটবেলায় উটির গুরুকূলে পড়াশোনা করতেন ইমরান। যেখানে তাঁকে নিজের পোশাক নিজেকেই ধুতে হত। এমনকি সেখানে নাকি বিদ্যুতও ছিল না বলে শোনা যায়।
10/10
নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে ছবি তৈরির কোর্সও করে ফেলেছেন ইমরান। পশুপাখিদের জন্য অনেক কাজ করেন অভিনেতা। পরিবারের কেনা একটি জমিতে পশুদের বসবাসেরও ব্যবস্থা করেছেন।
Sponsored Links by Taboola