Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Aamir, Kiran Love Story: 'ভরসা, বিশ্বাস, ভালবাসা'র ১৫ বছরের ইতি, কেমন ছিল বলিউডের পারফেক্ট দম্পতির পথ চলা?
'ভরসা, বিশ্বাস, ভালবাসা'র ১৫ বছর। আজ যার 'আনুষ্ঠানিক' ইতি। তবে দীর্ঘ ১৫ বছর তাঁদের কাছে 'জীবনভরের অভিজ্ঞতা' হয়ে থাকবে বলেই জানিয়েছেন কিরণ রাও এবং আমির খান। শনিবার সকালে দু-জনের পক্ষ থেকে নেটমাধ্যমে একটি যৌথ বিবৃতি জারি করে জানানো হয়েছে সে কথা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সেই খবর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিরণ রাও এবং আমির খানের জুটিকে বলা হত বলিউডের অন্যতম পারফেক্ট জুটি। তাঁদের বিচ্ছেদের কথা ভাবতেই পারেননি ফ্যান মহল। তবে সকলকে অবাক করেই এই সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি।
শনিবারের পোস্টে তাঁরা স্পষ্ট জানিয়েছেন, বিচ্ছেদ হলেও তাঁরা পরিবারের মতোই থাকবেন। ছেলে আজাদকে দু'জনেই বড় করে তুলবেন। নিজেদের সংস্থার জন্যও তাঁরা একসঙ্গে কাজ করবেন। তবে কী কারণে তাঁদের এই বিচ্ছেদের সিদ্ধান্ত তা স্পষ্ট করেননি কেউ।
গত ডিসেম্বরেরই ১৫ বছরের বিবাহবার্ষিকী পালন করেছেন তারকা দম্পতি। মুম্বই-এ পরিবারের সঙ্গে ধুমধাম করে উদযাপনও করেন দিনটি। সেই ছবিও প্রকাশ্যে আসে।
২০০১ সালের ব্লকবাস্টার ছবি ছিল 'লগান'। সেই সিনেমার সেটেই প্রযোজক, পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার কিরণের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় মিস্টার পারফেক্টশনিস্টের। এরপর ২০০৫ সালের ডিসেম্বর মাসে তাঁদের বিয়ে হয়। ২০১৩ সালে একটি সাক্ষাৎকারে কিরণ জানিয়েছিলেন, তাঁরা একে-অপরকে পছন্দ করতেন। ২০০৪ সাল থেকে তাঁদের সম্পর্ক জোরদার হয়ে ওঠে।
কিরণ এক সময়ে আমিরের প্রথম স্ত্রী রিনার সহকারী হিসাবে কাজ করতেন। ১৯৮৬ সালে ১৮ এপ্রিল, পাশের বাড়ির মেয়ে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। বাড়ির বিপক্ষে গিয়েই পালিয়ে বিয়ে করেন তাঁরা। দীর্ঘ ১৬ বছরের সেই দাম্পত্য জীবনেরও ইতি হয়নে। ৫০ কোটি টাকার বিনিময়ে বিবাহবিচ্ছেদে রাজি হন দু-জন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -