Bhumi Pednekar in Bollywood বলিউডে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন ভূমি...

বলিউডে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন ভূমি...

1/5
বলিউডে কাস্টিং কাউচ বিষয়টি নতুন কিছু নয়। অতীতে বহু অভিনেত্রী এই ইস্যুতে মুখ খুলেছেন। স্বীকার করেছেন, তাঁরা সকলেই কেরিয়ারের কোনও না কোনও সময়ে কাস্টিং কাউচের শিকার হয়েছেন। অভিনয় দক্ষতায় বর্তমান অভিনেত্রীদের মধ্যে অগ্রগন্য ভূমি পেদনেকরও একবার এই কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন। এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ আছে।
2/5
ভূমি বলেছিলেন, আমি আমার কেরিয়ার কখনও কাস্টিং কাউচের সম্মুখীন হইনি। কিন্তু, এটা অস্বীকার করার কোনও উপায় নেই যে এটা আমাদের ইন্ডাস্ট্রিতে রয়েছে। ছবির কাস্টিংয়ের সময় বহু অভিনেত্রীকে এই খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। তিনি যোগ করেন, একচা খারাপ জিনিসের জন্য আমরা গোটা ইন্ডাস্ট্রিকে দোষারোপ করতে পারি না। এই ইন্ডাস্ট্রিতে ভাল লোকেরও অভাব নেই।
3/5
ভূমি জানান, ছোটবেলা থেকেই তাঁর অভিনয়ের জগতে আসার ইচ্ছে ছিল। তার জন্য তিনি সঠিক সুযোগের অপেক্ষা করছিলেন। এখানে বলে রাখা প্রয়োজন, অভিনয় করার আগে ভূমি যশ রাজ ফিল্মস ব্যানারে কাস্টিং ডিরেক্টরের কাজ করতেন।
4/5
একদিন এক কাস্টিং ডিরেক্টর তাঁকে দম লাগাকে হাইশা ছবির জন্য অডিশন দিতে বলেন। অডিশনে নির্বাচিত হন ভূমি। সেখান থেকে শুরু হয় তাঁর অভিনয় জীবন। তবে, তার জন্য তাঁকে প্রচুর খাটতে হয়েছিল।
5/5
প্রথম ছবির জন্য ভূমিকে প্রায় ৩৫ কিলো ওজন বাড়াতে হয়েছিল। ছবির শ্যুটিংয়ের সময় তাঁর ওজন ছিল প্রায় ৯৪ কেজি। ছবি মুক্তির পর, তিনি ফের কমিয়ে ফেলেন। এরপর ভূমি এক-এক করে 'বালা', 'দুর্গামতী', 'পতি পত্নী অউর ও', 'টয়লেট এক প্রেম কথা', 'মিশন মঙ্গল' ছবিতে অভিনয় করেন।
Sponsored Links by Taboola