Deepika Padukone Pics: দীপিকার মনোক্রোম সাজ
ুঅনন্যা পাণ্ডে একবার বলেছিলেন, 'দীপিকাকে আলুর বস্তা পরিয়ে দিলেও আবেদনময়ী লাগবে।' কথাটি যে সত্যি, তা প্রতি মুহূর্তেই প্রমাণ করেন দীপিকা পাডুকোন। ছবি সৌজন্যে: দীপিকা পাডুকোনের ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনবদ্য অভিনয়, ঈর্ষণীয় স্টাইল স্টেটমেন্ট, স্পষ্টবক্তা, ব্যক্তিত্বশালী দীপিকা যেন বলিউডের নয়নের মণি। অনুরাগীদেরও তাই। শ্যুট শেষের সাদামাটা পোশাকেও ফের একবার মুগ্ধ করলেন দীপিকা। ছবি সৌজন্যে: দীপিকা পাডুকোনের ইনস্টাগ্রাম
সম্প্রতি শ্যুটিং সেরে ফেরার সময় দীপিকার এই ছবিগুলি ধরা পড়ে পাপারাৎজির ক্যামেরায়। ছবি সৌজন্যে: মানব মঙ্গলানি
একরঙা মোনোক্রোম পোশাক, মুখে মাস্ক। পিছনে বাঁধা চুল। তবুও যেন ঝলমল করছিলেন দীপিকা। ছবি সৌজন্যে: মানব মঙ্গলানি
সম্প্রতি একরঙা পোশাকেই অনুরাগীদের সামনে আসতে পছন্দ করছেন দীপিকা। মনোক্রোমই তাঁর নতুন স্টাইল স্টেটমেন্ট। ছবি সৌজন্যে: মানব মঙ্গলানি
ভ্যানিটি ভ্যান থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন দীপিকা। সেই ছবিও ধরা পড়ে ক্যামেরায়। ছবি সৌজন্যে: মানব মঙ্গলানি
শেষবার অ্যাসিড আক্রান্তের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ছবির নাম ছপক। দীপিকার বিপরীতে এই ছবিতে ছিলেন বিক্রান্ত মেসি। ছবি সৌজন্যে: মানব মঙ্গলানি
আপাতত মহাভারত ছবি নিয়ে ব্যস্ত দীপিকা। দ্রৌপদীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবি সৌজন্যে: মানব মঙ্গলানি
সামনেই মুক্তি পাবে দীপিকার ৮৩, পাঠান, ফাইটারের মত একাধিক ছবি। ছবি সৌজন্যে: দীপিকা পাডুকোনের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -