JC Mukherjee T20 Trophy: ক্রিকেটের ডার্বিতে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল
জে সি মুখোপাধ্যায় টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেমিফাইনালে সোমবার ছিল হাইভোল্টেজ লড়াই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইডেন গার্ডেন্সে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ইস্টবেঙ্গল তোলে ১৫৪/৮।
করোনা পরিস্থিতিতে যাবতীয় সাবধানতা অবলম্বন করে হচ্ছে স্থানীয় ক্রিকেটের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
দর্শকশূন্য মাঠে হচ্ছে খেলা। ইডেনেও সোমবার দুই দলের কোনও সমর্থকেরা গ্যালারিতে গিয়ে খেলা দেখতে পারেননি।
ইস্টবেঙ্গলের রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মোহনবাগান।
শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৪৪ রানে অল আউট হয়ে যায় মোহনবাগান।
ক্রিকেটের ডার্বিতে মোহনবাগানকে ১০ রানে হারিয়ে দিয়েছে লাল-হলুদ শিবির।
বল হাতে মাত্র ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন সোহম ঘোষ।
তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হন।
সবুজ-মেরুন শিবিরকে হারিয়ে জে সি মুখোপাধ্যায় টি-টোয়েন্টি ট্রফির ফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। ট্রফির যুদ্ধে তাদের সামনে এবার ভবানীপুর। সোমবার সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে আর এক সেমিফাইনালে যারা ৬ রানে তপন মেমোরিয়ালকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ছবি: সিএবি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -