Mimi on Pet Dog: চিকুর পছন্দের খাবার, ফুল নিয়ে কবরস্থানে গেলেন মিমি
ছেড়ে চলে গিয়েছে খেলার সঙ্গী। পোষ্য চিকুর মৃত্যুতে এখন মনখারাপ মিমি চক্রবর্তীর। সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল তারই ছবি ভিডিও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ চিকুকে যেখানে কবর দেওয়া হয় সেখানে যান মিমি। চিকুর কবরের ওপর ফুল দিয়ে, ধুপ জ্বালিয়ে প্রার্থনা করেন তিনি। সঙ্গে নিয়ে গিয়েছিলেন চিকুর প্রিয় খাবারও। সেই খাবার নিজে হাতে অন্য কুকুরদের খাইয়ে দেন মিমি। বাড়িতে চিকুর জন্য পুজোর আয়োজনও করা হয়েছিল।
সদ্যই ক্যানসারে আক্রান্ত হয়েছিল চিকু। সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে সাহায্য চেয়েছিলেন মিমি। এসেছিল সাহায্যও। অনেকেই মিমির পোস্টে সন্ধান দিয়েছিলেন বিভিন্ন চিকিৎসার। প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিনেতা রাজ চক্রবর্তী সহ অনেকেই।
চিকুর চিকিৎসার জন্য চেন্নাইও পাড়ি দিয়েছিলেন মিমি। সেখান থেকে চিকিৎসা করিয়ে ফিরিয়েও এনেছিলেন চিকুকে। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, সুস্থ হয়ে উঠছে চিকু। চিকুর খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমি লিখেছিলেন, 'আমার ৮ বছরের বড় ছেলে ক্যানসারে আক্রান্ত। ওর শরীরে আস্তে আস্তে ক্যানসার ছড়িয়ে পড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন কোনও অস্ত্রোপচার করা সম্ভব নয়।' মিমির এই পোস্টে উপচে পড়েছিল প্রার্থনা, মনখারাপ। টলিউডের প্রায় সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা লেখেন, 'চিকু যেন সুস্থ হয়ে ওঠে।' অনেকে আবার প্রথমটা বিশ্বাসই করতে পারেননি খারাপ খবরটা। আশঙ্কা সত্যি করেই সব ছেড়ে চলে গেল চিকু।
থালায় সাজানো খাবার, ফুলের মালায় ঢাকা চিকুর কবর। ধুপ হাতে সাদা পোশাকে মনখারাপি ছবি মিমির।
চিকুর মৃত্যুর দিন তার দুটি ছবি পোস্ট করেছেন মিমি। একটি চিকুর ছবি। অন্যটি চিকুকে কবর দেওয়ার। সেইসঙ্গে মিমি লিখেছেন, আমার হৃদয়ের একটা অংশ তুমি নিজের সঙ্গে করে নিয়ে গেলে। সমস্ত কষ্ট শেষ। এবার তুমি বিশ্রাম নাও। মা তোমাকে ভালোবাসে।'
আজ সোশ্যাল মিডিয়ায় নিজের এই ছবিটি পোস্ট করে মিমি লিখেছেন, 'হিলিং'। 'ছেলে' চিকুর মৃত্যুশোক যেন ধীরে ধীরে ভুলছেন নায়িকা। তবে বার বার বিভিন্ন জায়গায় লিখেছেন, তিনি চিকুকে সবসময় ভালোবাসবেন।
কিছুদিন আগেই জন্মদিন গিয়েছে মিমির অপর পোষ্য ম্যাক্সের। সেই উপলক্ষ্যেই আদরমাখা ভিডিও পোস্ট করেছিলেন সাংসদ। লকডাউনে গৃহবন্দী হয়ে বেশিরভাগ সময়ই এদের সঙ্গে কাটিয়েছিলেন মিমি। সোশ্যাল মিডিয়ায় হামেশাই দেখা যায় পোষ্যদের সঙ্গে খেলায় মত্ত মিমি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -