Mimi Chakraborty Covid19 Tips: 'গাছ লাগান, বই পড়ুন,' করোনাকালে ভালো থাকার টিপস দিচ্ছেন মিমি
করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করতে রাজ্যে জারি লকডাউন। নিজের বাড়িতেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর লকডাউন যাপনের টুকরো সব ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সোশ্যাল মিডিয়ায় সূর্যাস্তের একটি ছোট্ট টাইমল্যাপসও শেয়ার করেন মিমি। তাঁর ব্যালকনি থেকে শহরের বুকে অস্ত যাওয়া সূর্যের এই ছোট্ট ভিডিও শেয়ার করে তিনি লিখেছিলেন, 'খুব কাছের থেকে সূর্যাস্ত দেখা'
চিকুর মৃত্যুর পর মিমির বন্ধুরা তাঁকে ছোট্ট আরও একটি পোষ্য উপহার দিয়েছেন। মিমি তাঁর নাম রেখেছেন চিকু জুনিয়ার।
লকডাউনে কী করে মন ভালো রাখবেন সোশ্যাল মিডিয়ায় তাঁর একগুচ্ছ টিপসও দিয়েছেন মিমি। তিনি লিখেছেন, 'করোনা পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। মন হালকা রাখতে মজার কোনও সিনেমা দেখুন। এমন কিছু করুন যেটা মনকে ভারাক্রান্ত করে তুলবে না'
মিমি আরও লেখেন, 'যদি খুব আতঙ্কিত লাগে তাহলে কেন ভয় করছে তা লিখে ফেলুন। এতে ভয় কেটে যাবে।'
মিমি আরও লেখেন, 'ভালো খাবার খান, এটা আমায় খুব সাহায্য করে। স্নান করুন, ব্যবহার করুন কিছু এসেনসিয়াল অয়েল। অনলাইনে অর্ডার করে আনিয়ে নিতে পারেন। স্নানের জলে এই তেন মিশিয়ে নিন অথবা ঘুমের আগে বালিশে ২ ফোঁটা ফেলে দিন। এতে ভালো ঘুম আসবে। মন ও ভালো হবে।'
সেইসঙ্গে মিমি লেখেন, 'আমি যোগব্যায়ম করি না। তাই এটা যদি মন ভালো করতে পারে তাহলে আমায় জানাবেন। বাড়িতে গাছ লাগান। বই পড়ুন বা গান শুনুন।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -