Celebrities in Coronavirus: অজয় দেবগন থেকে অক্ষয় কুমার, করোনাকালে মানুষের পাশে দাঁড়ালেন এই তারকারা

ছবি সৌজন্য়: ABP NEWS

1/5
গোটা দেশে ক্রমশই ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। এই অবস্থায় মানুষের পাশে দাঁড়াতে সনু সুদের পাশাপাশি এগিয়ে এলেন আরও বেশ কিছু তারকা। কেউ দিলেন অক্সিজেন, তো কেউ দিলেন পিপিই কিট।
2/5
করোনা রোগীদের পাশে দাঁড়াতে বিএমসি-র সঙ্গে হাত মিলিয়ে শিবাজী পার্কে সবরকম জরুরী ব্য়বস্থা তৈরি করছেন অভিনেতা অজয় দেবগন।
3/5
সনু সুদ, গতবছর পরিযায়ী শ্রমিকদের কাছে সাহায্য়ের হাত বাড়িয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। এবার করোনা রোগীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন চালু করলেন এই বিটাউন তারকা। যেখানে ফোন করলে সরাসরি ডাক্তারদের সঙ্গে কথা বলা যাবে।
4/5
অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্না দেশে COVID-19 সংকট এবং অক্সিজেন সরবরাহের অভাব মোকাবিলায় ১০০টি অক্সিজেন কনসেন্ট্রেটারকে অনুদান দিয়েছেন।
5/5
করোনা রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তার স্ত্রী তাহিরা কাশ্য়প। মহারাষ্ট্র রিলিফ ক্য়াম্পে তারা বেশ কিছু টাকা দান করেছেন বলে বলিউড সূত্রে খবর।
Sponsored Links by Taboola