Akshay Kumar Pics: মাস্ক না পরে জওয়ানদের সঙ্গে নাচ! নেটিজেনরা বিঁধলেন অক্ষয়কুমারকে
সম্প্রতি জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় গিয়েছিলেন বলিউড তারকা অক্ষয়কুমার। সেখানে গিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে দেখা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই ছবি ও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশেয়ার করা ছবির ক্যাপশানে জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও সম্মানের কথাই লিখেছিলেন অক্ষয়। কিন্তু তার পরেও বিতর্কে জড়ান তিনি। নেটিজেনরা তীব্র কটাক্ষ করেন তাঁর পোস্ট করা ছবিতে। কিন্তু কেন?
অক্ষয়ের পোস্ট করা ছবিতে দেখা যায়, অনেকজন বিএসএফের সঙ্গে ছবি তুলেছেন অক্ষয়। একটি হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে ছবি শেয়ার করেছেন তাঁরা।
অন্য একটি ছবিতে অক্ষয়কে দেখা যায়, জওয়ানদের সঙ্গে ঘুরে এলাকা পরিদর্শন করতে। অক্ষয়ের সঙ্গে সেখানও উপস্থিত ছিলেন একাধিক জওয়ান ও সেনাপ্রধান।
কিন্তু কোনও ছবিতেই অক্ষয়ের মুখে মাস্ক দেখা যায়নি। মাস্ক ছিল না অন্যান্য সেনা আধিকারিকদের মুখেও। মাস্ক ছাড়াই গোটা এলাকায় ঘুরে বেড়ান সবাই।
বিএসএফ জওয়ানদের সঙ্গে 'সওদা কড়া কড়া' গানে নাচতে দেখা গেল অক্ষয়ককে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওটিও।
অক্ষয় ছবিগুলি শেয়ার করে লিখেছিলেন, 'বিএসএফ জওয়ানদের সঙ্গে একটি স্মরণীয় দিন কাটালাম। ওঁরাই আমাদের দেশের সীমারেখার রক্ষক। এঁরাই আসল হিরো। ওনাদের জন্য শ্রদ্ধা।'
অক্ষয়ের এই ছবিগুলিতে নেটিজেনরা কটাক্ষ করে লেখেন, 'করোনা কি চলে গিয়েছে? কেউ মাস্ক পরেননি। বজায় রাখেননি সামাজিক দূরত্বও।'
অনেকে আবার মাস্ক না পরার অপরাধে অক্ষয়কে গ্রেফতারের দাবিও জানান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -