Akshay Kumar Pics: মাস্ক না পরে জওয়ানদের সঙ্গে নাচ! নেটিজেনরা বিঁধলেন অক্ষয়কুমারকে
অক্ষয়কুমার
1/9
সম্প্রতি জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় গিয়েছিলেন বলিউড তারকা অক্ষয়কুমার। সেখানে গিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে দেখা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই ছবি ও।
2/9
শেয়ার করা ছবির ক্যাপশানে জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও সম্মানের কথাই লিখেছিলেন অক্ষয়। কিন্তু তার পরেও বিতর্কে জড়ান তিনি। নেটিজেনরা তীব্র কটাক্ষ করেন তাঁর পোস্ট করা ছবিতে। কিন্তু কেন?
3/9
অক্ষয়ের পোস্ট করা ছবিতে দেখা যায়, অনেকজন বিএসএফের সঙ্গে ছবি তুলেছেন অক্ষয়। একটি হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে ছবি শেয়ার করেছেন তাঁরা।
4/9
অন্য একটি ছবিতে অক্ষয়কে দেখা যায়, জওয়ানদের সঙ্গে ঘুরে এলাকা পরিদর্শন করতে। অক্ষয়ের সঙ্গে সেখানও উপস্থিত ছিলেন একাধিক জওয়ান ও সেনাপ্রধান।
5/9
কিন্তু কোনও ছবিতেই অক্ষয়ের মুখে মাস্ক দেখা যায়নি। মাস্ক ছিল না অন্যান্য সেনা আধিকারিকদের মুখেও। মাস্ক ছাড়াই গোটা এলাকায় ঘুরে বেড়ান সবাই।
6/9
বিএসএফ জওয়ানদের সঙ্গে 'সওদা কড়া কড়া' গানে নাচতে দেখা গেল অক্ষয়ককে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওটিও।
7/9
অক্ষয় ছবিগুলি শেয়ার করে লিখেছিলেন, 'বিএসএফ জওয়ানদের সঙ্গে একটি স্মরণীয় দিন কাটালাম। ওঁরাই আমাদের দেশের সীমারেখার রক্ষক। এঁরাই আসল হিরো। ওনাদের জন্য শ্রদ্ধা।'
8/9
অক্ষয়ের এই ছবিগুলিতে নেটিজেনরা কটাক্ষ করে লেখেন, 'করোনা কি চলে গিয়েছে? কেউ মাস্ক পরেননি। বজায় রাখেননি সামাজিক দূরত্বও।'
9/9
অনেকে আবার মাস্ক না পরার অপরাধে অক্ষয়কে গ্রেফতারের দাবিও জানান।
Published at : 18 Jun 2021 07:32 PM (IST)