Amitabh Bachchan Pics: টাকা ফুরিয়ে এসেছিল, যশ চোপড়ার কাছে সাহায্য চেয়েছিলেন অমিতাভ!
বলিউডের শাহেনশা তিনি। অমিতাভ বচ্চন। গোটা অভিনয় জগৎ তাঁকে একডাকে চেনে। মুম্বইতে তাঁর বিলাসবহুল বাড়ি দেখবার জন্য আসেন পর্যটকরা। কিন্তু জানেন কী, আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়েছিলেন তিনিও!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকটা সময় কাজের দিক দিয়ে খারাপ সময় যাচ্ছিল অমিতাভের। একের পর এক ফিল্ম ফ্লপ হচ্ছিল তাঁর। বাড়িতেও শুধু হয়েছিল আর্থিক অনটন।
সেইসময় বিদেশে পড়াশোনা করছিলেন ছেলে অভিষেক বচ্চন। বাবার সমস্যা জানতেন তিনি। সেসময় তিনি বিভিন্ন দিক দিয়ে যথাসাধ্য সাহায্য় করতেন অমিতাভকে
পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে, একটি সিদ্ধান্ত নেন অমিতাভ। পরিচালক যশ চোপড়ার কাছে গিয়ে কাজের আবেদন করেন অমিতাভ।
অমিতাভকে খালি হাতে ফেরারনি ইয়স। 'মোহব্বতে' ছবিটির অফার করা হয় তাঁকে। সেই ছবিটিতে শাহরুখ খান ও ঐশ্বর্য্য রাই অভিনয় করেছিলেন।
অমিতাভের জন্য এই ছবিটি ছিল একটু সুযোগ। ছবিতে অমিতাভের অভিনয় প্রশ্ংসিত হয় ও এরপর একের পর এক কাজ আসতে থাকে অমিতাভের কাছে।
এই সময়ই 'কোন বনেগা ক্রোড়পতি' টিভি শো সঞ্চালনা করার সুযোগ পান। অমিতাভের সাবলীল পরিচালনা জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় এই টিভি শো-কে। এরপর আর কখনও অভাব স্পর্শ করেনি তাঁকে।
ছবি সৌজন্যে: সোশ্যাল মিডিয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -