Celebrities in Films: 'হাফ গার্লফ্রেন্ড' ছেড়েছিলেন সুশান্ত, 'কহো না পেয়ার হ্যায়' ছেড়েছিলেন করিনা, জানেন কেন?
'দোস্তানা ২' ছবি থেকে বাদ পড়েছেন কার্তিক আরিয়ান। বলিপাড়ায় এমনই গুঞ্জন। কিন্তু জানেন কি, বলিউডে এই ঘটনা নতুন না। এর আগেও ছবি চলাকালীন বাদ পড়েছেন বিভিন্ন তারকা। দেখে নেওয়া যাক তাঁরা কে কে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাবতা ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন আলিয়া ভট্ট। কিন্তু অন্যান্য় শ্যুটিং-এর জন্য সময় করে উঠতে পারেননি আলিয়া। কৃতি শ্যানন তাঁর জায়গায় অভিনয় করেন।
'চলতে চলতে' ছবিতে অভিনয় করার কথা চিল ঐশ্বর্য্য রায়ের। কিন্তু সলমন খানের সঙ্গে সমস্যার জন্য ছবির শ্যুটিং ছাড়েন তিনি।
সাইনা ছবিতে অভিনয় করার কথা ছিল শ্রদ্ধা কপূরের। কিন্তু শারিরীক অসুস্থতার জন্য এই ছবিতে অভিনয় করতে পারেননি তিনি। তাঁর বদলে অভিনয় করেন পরিণীতি চোপড়া।
অভিনয় করতে করতেই মাঝপথে কহো না পেয়ার হ্যায় ছবি ছেড়েছিলেন করিনা কপূর। তাঁর জায়গায় অভিনয় করেন আমিশা পটেল।
রাবতা ছবির শ্যুটিং-এর জন্য হাফ গার্লফেন্ড ছবির অফার ছেড়ে দিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। তাঁর জায়গায় অভিনয় করেন অর্জুন কপূর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -