Celebrities Affair Pics: হৃতিকের থেকে দূরে থাকতে বলেছিলেন করিনার বাবা-মা, কিন্তু কেন?
এক সময় করিনা কপূর খানের সঙ্গে একাধিক অভিনেতার নাম জড়িয়েছে। তার মধ্যে একজন হৃতিক রোশন। কভি খুশি কভি গম, ইয়াদেঁ, ম্যাঁ প্রেম কী দিওয়ানি হুঁ ছবিতে অভিনয় করেছেন তাঁরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, করিনার হৃতিকের প্রতি এতটাই ভালবাসা ছিল যে নিজের কেরিয়ারও সেখানে পরে আসত। এমনকি কেরিয়ার ছাড়তেও রাজি ছিবেন করিনা। এমন কোথাও শোনা যায়।
শুধু তাই নয়, করিনার পরিবারও অভিনেত্রীকে বলেছিলেন হৃতিকের থেকে দূরে থাকতে। যদিও করিনা এবং হৃতিককে তাঁদের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি রেগে যেতেন।
সবটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। বলেছিলেন, কোনওভাবেই কেরিয়ারের সঙ্গে আপোষ করবেন না তিনি। এমনকী যদি ভুল তাঁর মা বাবাও এই কথা বলেন তাহলেও আপোষের কোনও জায়গা নেই।
বর্তমানে দুই পুত্র সন্তানের মা করিনা কপূর খান। স্বামী সইফ আলি খানের সঙ্গে দিব্যি কাটছে সময়। অন্যদিকে সুজানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে হৃতিকের। তবে দুই সন্তানের সঙ্গে দারুণ সম্পর্ক অভিনেতার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -