Celebrity Breakup: রনবীরকে দ্বিতীয় সুযোগ দিয়ে ভুল করেছিলাম, প্রকাশ্য়ে এল দীপিকার ক্ষোভ

ছবি সৌজন্য়: ABP NEWS

1/5
এখন তাঁরা নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেন, কিন্তু একটা সময় রনবীর কপূর ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক ছিল বিটাউনে অন্য়তম চর্চিত বিষয়। খবরে এসেছিল যে, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা।
2/5
কিন্তু তারপরই শোনা যায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ নিয়ে কথা বলতে গিয়ে দীপিকা জানিয়েছিলেন, রনবীর তাকে ঠকিয়ে ছিলেন।
3/5
দীপিকা আরও জানান, সম্পর্কে থাকাকালীন রনবীরকে প্রতারণা করার কথা তিনি ভাবতেও পারতেন না।
4/5
একবার একটি সাক্ষাৎকারে বলিউডের মস্তানি জানান, অনেক বন্ধুরা বারবার তাঁকে বারণ করা সত্ত্বেও তিনি আবার রনবীরকে বিশ্বাস করেছিলেন। ও রনবীর দ্বিতীয় বারও প্রতারণা করেন।
5/5
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ক্য়াটরিনার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য়ই দীপিকাকে প্রতারণা করেন রনবীর।
Sponsored Links by Taboola