Celebrity Breakup: রনবীরকে দ্বিতীয় সুযোগ দিয়ে ভুল করেছিলাম, প্রকাশ্য়ে এল দীপিকার ক্ষোভ
এখন তাঁরা নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেন, কিন্তু একটা সময় রনবীর কপূর ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক ছিল বিটাউনে অন্য়তম চর্চিত বিষয়। খবরে এসেছিল যে, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু তারপরই শোনা যায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ নিয়ে কথা বলতে গিয়ে দীপিকা জানিয়েছিলেন, রনবীর তাকে ঠকিয়ে ছিলেন।
দীপিকা আরও জানান, সম্পর্কে থাকাকালীন রনবীরকে প্রতারণা করার কথা তিনি ভাবতেও পারতেন না।
একবার একটি সাক্ষাৎকারে বলিউডের মস্তানি জানান, অনেক বন্ধুরা বারবার তাঁকে বারণ করা সত্ত্বেও তিনি আবার রনবীরকে বিশ্বাস করেছিলেন। ও রনবীর দ্বিতীয় বারও প্রতারণা করেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ক্য়াটরিনার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য়ই দীপিকাকে প্রতারণা করেন রনবীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -