Kangana Ranaut Pics: সবুজ ঘেরা ব্যালকনিতে অবসরযাপন কঙ্গনার, মনে এল কোন কবিতা?
সবুজ ঘেরা ব্যালকনিতে আলসে ছুটির সকাল। চুঁইয়ে এসে চোখে মুখে পড়ছে নরম রোদ। সাদা ফ্লোরাল পোশাকে দোলনায় বই হাতে বসে বলিউডের 'মণিকর্ণিকা'। কঙ্গনা রানওয়াত। তাঁর সদ্য শেয়ার করা ছবিগুলিতে রয়েছে সবুজের পরশ। যেন চোখের আরাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবির ক্যাপশানে জাভেজ আখতারের কবিতা লিখেছেন কঙ্গনা। রবিবারের সকালের আমেজ পাওয়া গেল অভিনেত্রীর ছবিতে। খোলা চুলে, সাদা ঢিলেঢালা পোশাকে গরমেও যেন ফ্যাশান স্টাইল স্টেটমেন্ট দিচ্ছেন কঙ্গনা।
গোটা ব্যলকনিতে শুধু সবুজ আর সবুজ। কঙ্গনা তাঁর রাজকীয় আবাসনের ব্যলকনিটি সাজিয়েছেন চোখ জুড়নো সৌন্দর্য্যে। ছবিতে ধরা পড়ল ব্যালকনির বেশ কয়েকটি কোনের ছবি।
'থালাইভি' ছবির কাজ শেষ হয়েছে কঙ্গনার। মুখ্য চরিত্রে রয়েছেন তিনি। ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। কিন্তু করোনা পরিস্থিতির জন্য পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির তারিখ।
আগামীদিনে 'তেজস' ও 'ধক্কর' ছবিতে অভিনয় করবেন কঙ্গনা। শুরু হয়ে গিয়েছে সেই ছবির কাজও।
অন্যদিকে মুম্বইতে ক্রমেই জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। এই পরিপ্রেক্ষিতে রমজানের জমায়েত বন্ধ করতে ট্যুইটে প্রধানমন্ত্রীর কাছে আবেদনও জানিয়েছিলেন অভিনেত্রী। যদিও পরে সেই ট্যুইট মুছে দেন তিনি। (ছবি সৌজন্যে: কঙ্গনা রানওয়াতের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -