UP in Coronavirus: অক্সিজেনের জন্য হাহাকার, হাসপাতালের বাইরে লম্বা লাইন, করোনাকালে অন্য উত্তরপ্রদেশ
অক্সিজেন সিলিন্ডার ভর্তির জন্য করোনা রোগীদের আত্মীয়দের লম্বা লাইন রাস্তায়। লখনউ সহ উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে এই ছবি দেখা যাচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, রাজ্যের কোথাও কোনও অক্সিজেন সঙ্কট নেই। সরকারি হোক বা বেসরকারি সব হাসপাতালে অক্সিজেন আছে বলে দাবি করেছেন তিনি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যাঁরা কালোবাজারির সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
কানপুরের এলএলআর হাসাপাতালের বাইরে করোনা রোগীদের অপেক্ষা করতে হয়েছে।
করোনা আক্রান্তদের বৈভব ঘাটে সৎকারের ছবি উঠে এসেছে। এদিকে প্রতিদিন দৈনিক সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে।
ফাঁকা ট্যাঙ্কার ট্রেনের বগিতে তোলা হয়েছে। যাতে তরল অক্সিজেন সংগ্রহ করা যায়। উত্তরপ্রদেশে উত্তরোত্তর করোনা পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে।
শনিবারের হিসেব অনুযায়ী, ৩৮ হাজার ৫৫ জন ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে। ২২৩ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -