Kareena Kapoor Pics: স্বামীর প্রাক্তন স্ত্রী অমৃতা সিং-এর সঙ্গে কেমন সম্পর্ক করিনার? প্রকাশ্য়ে এল নতুন তথ্য়
সেফ আলি খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সিং-এর সঙ্গে করিনা কপূরের সম্পর্ক কেমন তা নিয়ে বিটাউনে জলঘোলা কম হয়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকবার কফি উইফ কর্ণ শো'তে করিনা কপূরের সঙ্গে অমৃতার সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন কর্ণ।
কর্ণ জিজ্ঞাসা করেছিলেন যে, আপনি কীভাবে অমৃতা এবং নিজের মধ্যে ভারসাম্য বজায় রাখছেন? একে অপরের সাথে কি আদৌ কথা বলেন? এতে করিনা জবাব দিয়েছিলেন, সেফকে বিয়ে করার পরে আর কখনও অমৃতার সঙ্গে দেখা হয় নি। তবে আমি তাকে অনেক শ্রদ্ধা করি।
খুব স্বাভাবিক ভাবেই তাই সেফের সঙ্গে বিয়ের পর অমৃতা ও করিনাকে কখনই একসঙ্গে দেখা যায়নি।
তবে সেফ ও অমৃতার সন্তান সারা ও ইব্রাহিমের সঙ্গে করিনার খুবই ভাল সম্পর্ক। তাদের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গেছে।
একবার এক সাক্ষাৎকারে বোবে বলেছিলেন, আমি সারা ও ইব্রাহিম দুজনেরই বন্ধু হতে পারি। তাদের দুজনেরই যদি আমার প্রয়োজন হয়, আমি সর্বদা তাদের সাথে থাকব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -