Katrina Vicky Post Marriage: হাতে চূড়া, সিঁথিতে সিঁদুর, বিয়ের পর স্বামী ভিকির হাতে হাত রেখে মুম্বইতে ক্যাটরিনা
রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় হেভিওয়েট বিয়ে হয়ে ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের। সেই নজরকাড়া বিয়ের পর মুম্বইতে ফিরলেন বলিউডের দুই তারকা। দুজনকেই দেখা গেল শহরের প্রাইভেট এয়ারপোর্টে। আর মুম্বইতে ফেরার পর তাঁদের সম্পর্কের কেমিস্ট্রি বেশ ভালোমতোই সামনে এসেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাতে লাল চূড়া, সিঁথিতে সিঁদুর- দারুণ একটা স্যুট পরে ক্যাটরিনাকে দেখা গেল সম্পূর্ণ ইন্ডিয়ান লুকে। আর বলাই বাহুল্য নববধূ ক্যাটরিনার এই লুক তাঁর অনুরাগীদের প্রশংসা আদায় করে নিয়েছে।
অন্যদিকে, বর ভিকিকে দেখা গেল ফর্মাল লুকে। হাতে হাত ধরে নবদম্পতিকে কখনও ক্যামেরা থেকে নিজেদের আড়াল করতে, কখনও বা ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেল।
গত ৯ ডিসেম্বর সাড়ম্বরে বিয়ে হয়েছে বলিউডের তারকা জুটির। এরপর তাঁরা আজই মুম্বইতে এলেন। আর বিমানবন্দরে মোতায়েন ছিল আঁটোসাঁটো নিরাপত্তা।
ছবি থেকেই স্পষ্ট, ভিকি ও ক্যাটরিনা-দুজনের চোখেমুখেই ছিল খুশির ঝলক। এর আগে ভিকি ও ক্যাটারিনা একসঙ্গে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে হাজির হননি। বরাবরই নিজেদের প্রেম গোপনই রেখেছিলেন তাঁরা।
এখন তো সেই প্রেম পরিণতি পেয়ে গিয়েছে। তাই বিমানবন্দরে দুজনকে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেল।
এরইমধ্যে জানা গেছে, নবদম্পতি মুম্বইতে একটি জমকালো রিসেপশনের দিতে চলেছেন। আর এর প্রস্তুতিও লোকচক্ষুর আড়ালে চলছে বলে জানা গেছে। আর এই গ্র্যান্ড রিসেপশনে যে তারকার মেলা বসতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
বিয়ের রিসেপশনের সঠিক তারিখ এখনও প্রকাশ করা হয়নি। তবে ভিকি-ক্যাটের এই রিসেপশনে আমন্ত্রিতদের তালিকায় থাকতে পারেন হৃতিক রোশন থেকে কঙ্গনা রানাউতরা।
জানা গেছে, আমন্ত্রণ কার্ডের সঙ্গে একটি গিফট হ্যাম্পারও পাঠানো হয়েছিল সকলকে। তার একটি আভাসও পাওয়া গেছে। সেখানে 'ঘি এর লাড্ডু ছিল বলে জানা গিয়েছে। তবে অনুষ্ঠানে থাকবেন কি না কঙ্গনা তা পরিস্কার করে তিনি জানাননি।
এদিন ভিকি ও ক্যাটরিনাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। একে অপরের সঙ্গে হাসিমুখে দেখা গেল সদ্য বিবাহিত ভিকি ও ক্যাটরিনাকে। বিয়ের পর নবদম্পতির ছবি প্রথম সামনে এল।
অনুরাগীরা ভিকি ও ক্যাটরিনার মুম্বইতে পৌঁছনোর অপেক্ষায় ছিলেন। আজ তাঁদের ছবি ধরা পড়ল ক্যামেরায়। দেখা গেল ক্যাটরিনার আঙুলে মহার্ঘ বিয়ের আংটিও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -