Merry Christmas 2021: বড়দিনের সেরা উপহার, চমকে দিন প্রিয়জনকে
নয় নয় করে শীত ঢুকে পড়েছে রাজ্যে। সেই সঙ্গে বড়দিন, বর্ষবরণের পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে। কিন্তু উৎসব নিয়ে উত্তেজনা থাকলেও, প্রিয়জনকে উপহার দেওয়ার সময় কিছুই মাথায় আসে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই কাজেও লাগে, আবার প্রিয়জন খুশিও হন, বড়দিনের আগে এমনই কিছু উপহার দেখে নিতে পারেন।
উৎসবের মরসুম এসে গেলেও, করোনা এখনও কাটেনি। তাই প্রিয়জনকে মাস্ক, স্যানিটাইজার-সহ স্বাস্থ্যচর্চার সামগ্রী উপহার হিসেবে দিতে পারেন।
ক্রমশ শীত জাঁকিয়ে বসছে। এমন সময় জামাকাপড় নিয়ে তেমন মাথাব্যাথা না থাকলেও, অ্যাকসেসরিজ হওয়া চাই নজরকাড়া। সে ক্ষেত্রে স্টোল, স্কার্ফের মতো উপহার দেওয়া যায়।
কাজের ফাঁকে হোক বা নিভৃতে, অনেকেই গান শুনতে পছন্দ করেন। কিন্তু ইয়ারফোন বা হেডফোন সমেত ফোন সঙ্গে বয়ে বেড়াতে ভাল লাগে না। সে ক্ষেত্রে এয়ারপডস দেওয়া যেতে পারে কাছের মানুষকে।
আজ কাল স্বাস্থ্য সম্পর্কে কমবেশি সকলেই সচেতন। বাইরে যা হোক খেয়ে চালিয়ে নিলেও, বাড়িতে সুষম এবং হালকা খাবার খান। এমন কাউকে স্মুদিমেকার দিতে পারেন।
শীতের রাতে বন্ধুদের নিয়ে জমিয়ে আড্ডা দিতে কার না ভাল থাকে। জিভে জল আনা খাবার আর সঙ্গে যদি থাকে বনফায়ার কিট, তাহলে রাত কাবার হয়ে যায় গল্পেই। তাই এই বড়দিনে উপহার হতে পারে বনফায়ার কিট।
করোনায় বাড়ি থেকে কাজ করতে করতে সকলেই মোটামুটি টেক স্যাভি হয়ে গিয়েছেন। কিন্তু, ল্যাপটপ, ফোন, চার্জার, এ সব গুছিয়ে বসার হ্যাপাই অনেক। তাই প্রয়োজনে লাগে এমন মাল্টিপ্লাগ সকেটও হতে পারে উপহার।
চা, বই আর মিঠে রোদ, শীতের অবসরকালীন সময় জমিয়ে দিতে পারে হ্যামক। হ্যামক আসলে দোলনার মতোই, তবে কাপড় বা দড়ি দিয়ে বেঁধে তৈরি, তাতে শুয়ে বই পড়া, ওয়েবসিরিজ দেখা যায় আয়েশ করে।
শীত কাল আর কফি, একে অপরের সমার্থক। কিন্তু রান্নাঘরে গিয়ে কফি তৈরির কথা শুনলেই গায়ে জ্বর আসে। এমন অলস বন্ধু উপহারস্বরূপ কফিমেকার পেলে কিন্তু বর্তে যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -