Neetu on Ranbir Breakup: দীপিকা থেকে ক্যাটরিনা, রনবীরের 'ভাঙাগড়া' নিয়ে কী প্রতিক্রিয়া মা নীতুর?
ফাইল ছবি
1/5
অভিনেত্রী দীপিকা পাডুকোন বা ক্যাটরিনা কাইফের সঙ্গে রনবীরের সম্পর্কের বিষয় জানেন অনেকেই। বহু বছর তাঁদের দুজনের সঙ্গে সম্পর্ক থাকলেও পরে তা ভেঙে যায়। পরপর এই দুই সম্পর্কের বিষয় জানতেন পরিবারের সদস্যরা। ছেলের সম্পর্ক ভাঙা গড়া নিয়ে কী ভাবেন রনবীরের মা নীতু কপূরের?
2/5
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মা নীতু কপূর মনে করেন রনবীর কোনও বিষয় না বলতে পারে না। তাই সম্পর্কের ক্ষেত্রে বারবার সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি।
3/5
জানা গিয়েছে, দীপিকা এবং ক্যাটরিনা কাউকেই খুব একটা পছন্দ ছিল না নীতুর। এই মেয়ে তোমার জন্য নয়, এমন মন্তব্যও করেছিলেন তিনি।
4/5
প্রতিবেদন অনুযায়ী, রনবীরের মেয়ে বন্ধুদের নিয়ে নীতুর কোনও সমস্যা ছিল না। কিন্তু ছেলের প্রতিশ্রুতি নিয়ে তাড়াহুড়ো মোটেই পছন্দ নয় নীতুর। তিনি চান, ছেলে আগে বুঝুক উল্টো দিকের মানুষটাকে। তারপর সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নিক।
5/5
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রনবীর একজন দায়িত্ববান স্বামী হয়ে উঠুক সেটাই চান নীতু। তাই যখনই সময় পান, তখনই ছেলের সঙ্গে নিজের বৈবাহিক জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করেন নীতু।
Published at : 07 Apr 2021 10:41 PM (IST)