Upcoming Web Series: এপ্রিলে ওটিটিতে আসছে নতুন কী কী ছবি বা সিরিজ? দেখে নিন
এপ্রিলে ওটিটিতে আসছে নতুন কী কী ছবি বা সিরিজ? দেখে নিন
1/7
করোনা পরিস্থিতি? নির্বাচন? বাড়িতে বসে সময় কাটছে না? এক ঝলকে দেখে নিন কী কী নতুন ছবি বা ওয়েব সিরিজ আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে। ডিসনি প্লাস হটস্টারে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত 'দ্য বিগ বুল'। ৮ তারিখে মুক্তি পেয়েছে ছবিটি। (ছবি সৌজন্যে - অভিষেক বচ্চনের ইনস্টাগ্রাম)
2/7
১৮ এপ্রিস জি ফাইভে মুক্তি পাবে পাওলি দাম, অনুপ সোনি ও রাহুল বোস অভিনীত 'রাত বাকি হ্যায়'। (ছবি সৌজন্যে - জি ফাইভ ইনস্টাগ্রাম)
3/7
সত্যদিপ মিশ্র, প্রিয়া মানি রাজ, মৃণাল দত্ত অভিনীত 'হিজ স্টোরি' মুক্তি পাবে ২৫ এপ্রিল।
4/7
কঙ্কনা সেনশর্মা, রাজ মেহতা, অদিতি রাও হায়দারি, নুসরত ভারুচা অভিনীত, কর্ণ জোহর প্রযোজিত 'আজিব দাসতান' মুক্তি পাবে ১৬ এপ্রিল। (ছবি সৌজন্যে - নেটফ্লিক্স ইনস্টাগ্রাম)
5/7
'ম্যায় হিরো বোল রাহা হুঁ' জি ফাইভ প্রিমিয়ামে মুক্তি পাবে ২০ এপ্রিল। (ছবি সৌজন্যে - জি ফাইভ ইনস্টাগ্রাম)
6/7
ইতিমধ্যেই অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে 'হ্যালো চার্লি' ছবিটি। (ছবি সৌজন্যে - অ্যামাজন প্রাইম ইনস্টাগ্রাম)
7/7
ভারতীয় বিয়ে নিয়ে মজার ওয়েব সিরিজ 'দ্য বিগ ডে'। ইতিমধ্যেই স্ট্রিম করা যাচ্ছে নেটফ্লিক্সে। (ছবি সৌজন্যে - নেটফ্লিক্স ইনস্টাগ্রাম)
Published at : 10 Apr 2021 11:37 PM (IST)