Salman on Coronavirus: ৫ হাজার করোনা যোদ্ধাকে পাঠানোর আগে নিজে খাবারের মান পরীক্ষা করলেন সলমন
গত বছরেও কোভিড কালে পরিত্রাতা হয়েছিলেন তিনি। ব্যতিক্রম হল না কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ও। মুম্বইতে ক্রমাহত খারাপ হচ্ছে কোভিড পরিস্থিতি। এমন অবস্থায় ফের মানবিক হাত বাড়িতে দিলেন সলমন খান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা চিকিৎসার জন্য দিন রাত খাটছেন চিকিৎসক স্বাস্থ্য কর্মীরা। এবার চিকিৎসক, নার্স, পুরসভার কর্মী, প্রশাসন সহ ৫ হাজার করোনা যোদ্ধার হাতে খাবাররে প্যাকেট পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেন সলমন খান।
কেবল খাবার পৌঁছে দেওয়া নয়, সেই খাবার যাতে সবার কাছে সঠিকভাবে পৌঁছে যায় ও তার মান যেন ঠিক থাকে সেদিকেও তদারকি করলেন সলমন। এমনটি খাবার বিতরণ করার আগে নিজে খেয়ে দেখলেন সব ঠিক আছে কি না।
সূত্রের খবর, সলমনের ‘ভাইজানস কিচেন’ থেকে টিফিন এবং জলের বোতল তুলে দেওয়া হচ্ছে সবার হাতে। সলমন নিজে দাঁড়িয়ে থেকে খাবারের মান পরীক্ষা করছেন।
সূত্রের খবর যত দিন মুম্বইয়ে লকডাউন চলবে ততদিন বাইকুল্লা থেকে জুহু এবং বান্দ্রা পর্যন্ত খাবার পৌঁছে দেওয়া হবে। আপাতত ৫ হাজার জনের খাবার সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে তা বাড়িতে ১০ হাজার করা হবে।
সামনেই মুক্তি পাবে সলমন খানের নতুন ছবি 'রাধে'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তার ট্রেলার। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সিনেমাহল ও ওটিটিতে মুক্তি পাবে রাধে। মুক্তি পেয়েছে রাধে ছবির নতুন গান 'সিটি মার' ও।
সব ছবি - সলমন খানের ইন্সটাগ্রাম প্রোফাইল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -