Swastika Mukherjee Birthday: বাংলা ছবির জগতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের জার্নি কীভাবে শুরু হয়?
আজ জন্মদিন বাংলা ছবির জনপ্রয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের। অভিনেত্রী ছাড়াও স্বস্তিকার আরও একটি পরিচয় তিনি অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের কন্যা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ বড় পর্দায় নিয়মিত কাজ করলেও স্বস্তিকা মুখোপাধ্যায়ের কেরিয়ারের শুরুটা বড় পর্দায় দিয়ে হয়নি। তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ হয় 'দেবদাসী' নামে এক টিভি সিরিজ দিয়ে।
টলিউড এবং বলিউড, উভয় ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গেও 'দিল বেচারা' ছবিতে অভিনয় করেন।
বড় পর্দার পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজেও নজর কাড়ছেন স্বস্তিকা। প্রশংসিতও হচ্ছেন দর্শকমহল থেকে।
বড় পর্দায় প্রথমবার স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল 'হেমন্তের পাখি' ছবিতে। কিন্তু এই ছবিতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেননি।
স্বস্তিকা মুখোপাধ্যকে প্রথমবার মুখ্য চরিত্রে দেখা যায় 'মস্তান' ছবিতে। এই ছবিতে তিনি অভিনয় করেন টলিউড অভিনেতা জিতের বিপরীতে।
'ভূতের ভবিষ্যৎ' ছবিতে 'কদলীবালা' ছবিতে চরিত্রে অভিনয় করে দর্শক থেকে সমালোচক, সকলেরই প্রশংসা আদায় করে নেন স্বস্তিকা।
নিজের মতে চলতে বিশ্বাসী স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবি নির্বাচনেও তার প্রভাব পড়ে। চরিত্র নির্ভর ছবি করতেই এখন বেশি পছন্দ করেন তিনি।
'দুপুর ঠাকুরপো' ওয়েব সিরিজে অভিনয় করে নেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছিলেন স্বস্তিকা। পরে যদিও ওই চরিত্রে নায়িকা বদল হয়।
আজকের এই বিশেষ দিনে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -