Kashi Vishwanath Corridor:কালভৈরবের দর্শন মোদির, গঙ্গাস্নান সেরে বিশ্বনাথের জলাভিষেক, ষোড়শ উপাচারে পুজো
নবরূপে কাশী-বিশ্বনাথ ধাম। বদলে যাওয়া কাশী বিশ্বনাথ মন্দির কমপ্লেক্সের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসকালে দিল্লি থেকে বিমানে বারাণসী পৌঁছন প্রধানমন্ত্রী।
প্রথমে কালভৈরব মন্দিরে পুজো দিয়ে আরতি করেন প্রধানমন্ত্রী।
এরপর খিরকিয়া ঘাট থেকে অলকানন্দা ক্রুজে পৌঁছন ললিতা ঘাটে।
প্রধানমন্ত্রী সফর উপলক্ষে পুরো এলাকাটি খালি করে দেওয়া হয়।
ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
কাশীর ললিতা ঘাটে নেমে গেরুয়া বস্ত্র পরে গঙ্গা স্নান, সূর্যের আরাধনা এবং গঙ্গা পুজো করেন প্রধানমন্ত্রী।
তারপর এখান থেকেই পায়ে হেঁটে যান কাশী বিশ্বনাথ মন্দিরে।
এরমধ্যেই ট্যুইট করে প্রধানমন্ত্রী জানান, পুণ্যতোয়া গঙ্গায় স্নান করে আমি কৃতার্থ।
তিনি লেখেন, মনে হচ্ছিল যেন কলকল শব্দে মা গঙ্গা আমাকে এই বিশ্বনাথ ধামের জন্য আশীর্বাদ জানাচ্ছেন।
এরপর বিশ্বনাথ মন্দিরে পুজো দেন তিনি।
তারপর ঘুরে দেখেন মন্দির চত্বর।
মন্দির চত্বরে বৃক্ষরোপণও করেন তিনি।
স্থানীয় গেস্ট হাউসে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিশ্রাম নিয়ে সন্ধে ৬টা নাগাদ গঙ্গার ঘাটে বসে আরতি দেখবেন মোদি।
গঙ্গার ঘাটে জ্বলবে ১১ লক্ষ প্রদীপ। সাজানো হয়েছে রঙ্গোলি দিয়ে।
image 16
- - - - - - - - - Advertisement - - - - - - - - -