Rukmini Maitra in Films: টলিউডে অভিনয় শুরুর আগে কী করতেন রুক্মিনী মৈত্র?
২০১৭ সালে টলিউড সুপারস্টার দেবের বিপরীতে 'চ্যাম্প' ছবিতে বাংলা ছবির দর্শকরা পেলেন নতুন এক অভিনেত্রীকে। নাম রুক্মিনী মৈত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটলিউডে আত্মপ্রকাশের প্রথম দিন থেকেই তাঁর সঙ্গে দেবের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেল। দেবের ''বিশেষ বান্ধবী'' হিসেবেই তাঁকে সম্মোধন করা হতে থাকল।
এই মুহূর্তে আরও বেশি খবরে রয়েছেন রুক্মিনী। তার বড় কারণ, বাংলা ছবির পাশাপাশি ইতিমধ্যে বলিউডেও কেরিয়ার শুরু করে ফেলেছেন তিনি।
বলিউডের 'কম্যান্ডো' অভিনেতা বিদ্যুত জামওয়ালের বিপরীতে একেবারেই নায়িকা হিসেবে অভিনয় করে ফেলেছেন 'সনক' ছবিতে।
কিন্তু কীভাবে বাংলা ছবির নায়িকা হয়ে উঠলেন রুক্মিনী মৈত্র? অভিনয় শুরুর আগেই বা তিনি কী করতেন?
বাংলা ছবিতে অভিনয় শুরুর আগে বেশ কিছু বছর চুটিয়ে মডেলিং করেছেন 'ককপিট' অভিনেত্রী।
মাসাবা গুপ্তা, অনিতা ডোংরের মতো ফ্যাশন ডিজাইনারদের পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক বহু ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছেন রুক্মিনী।
মাত্র ১৩ বছর বয়স থেকেই পেশাদারভাবে মডেলিং করছেন। এরপরই 'চ্যাম্প' ছবি দিয়ে বাংলা ছবিতে আত্মপ্রকাশ হয়।
এরপর একে একে 'ককপিট', 'কবীর', 'কিডন্যাপ', 'পাসওয়ার্ড'-এ দেবের সঙ্গে জুটি বেঁধে দেখা যায় তাঁকে। 'সুইতজারল্যান্ড' ছবি দিয়ে অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গেও জুটি বাঁধেন।
বিদ্যুত জামওয়ালের বিপরীতে 'সনক' ছবিতে আত্মপ্রকাশের পর তাঁর জনপ্রিয়তা আরও খানিকটা যে বেড়ে গিয়েছে, তা বলাই বাহুল্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -