Rukmini Maitra in Films: টলিউডে অভিনয় শুরুর আগে কী করতেন রুক্মিনী মৈত্র?

রুক্মিনী মৈত্র

1/10
২০১৭ সালে টলিউড সুপারস্টার দেবের বিপরীতে 'চ্যাম্প' ছবিতে বাংলা ছবির দর্শকরা পেলেন নতুন এক অভিনেত্রীকে। নাম রুক্মিনী মৈত্র।
2/10
টলিউডে আত্মপ্রকাশের প্রথম দিন থেকেই তাঁর সঙ্গে দেবের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেল। দেবের ''বিশেষ বান্ধবী'' হিসেবেই তাঁকে সম্মোধন করা হতে থাকল।
3/10
এই মুহূর্তে আরও বেশি খবরে রয়েছেন রুক্মিনী। তার বড় কারণ, বাংলা ছবির পাশাপাশি ইতিমধ্যে বলিউডেও কেরিয়ার শুরু করে ফেলেছেন তিনি।
4/10
বলিউডের 'কম্যান্ডো' অভিনেতা বিদ্যুত জামওয়ালের বিপরীতে একেবারেই নায়িকা হিসেবে অভিনয় করে ফেলেছেন 'সনক' ছবিতে।
5/10
কিন্তু কীভাবে বাংলা ছবির নায়িকা হয়ে উঠলেন রুক্মিনী মৈত্র? অভিনয় শুরুর আগেই বা তিনি কী করতেন?
6/10
বাংলা ছবিতে অভিনয় শুরুর আগে বেশ কিছু বছর চুটিয়ে মডেলিং করেছেন 'ককপিট' অভিনেত্রী।
7/10
মাসাবা গুপ্তা, অনিতা ডোংরের মতো ফ্যাশন ডিজাইনারদের পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক বহু ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছেন রুক্মিনী।
8/10
মাত্র ১৩ বছর বয়স থেকেই পেশাদারভাবে মডেলিং করছেন। এরপরই 'চ্যাম্প' ছবি দিয়ে বাংলা ছবিতে আত্মপ্রকাশ হয়।
9/10
এরপর একে একে 'ককপিট', 'কবীর', 'কিডন্যাপ', 'পাসওয়ার্ড'-এ দেবের সঙ্গে জুটি বেঁধে দেখা যায় তাঁকে। 'সুইতজারল্যান্ড' ছবি দিয়ে অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গেও জুটি বাঁধেন।
10/10
বিদ্যুত জামওয়ালের বিপরীতে 'সনক' ছবিতে আত্মপ্রকাশের পর তাঁর জনপ্রিয়তা আরও খানিকটা যে বেড়ে গিয়েছে, তা বলাই বাহুল্য।
Sponsored Links by Taboola