Jayeshbhai Jordaar Trailer: প্রকাশ্যে ‘জয়েশভাই জোরদার’-এর ট্রেলার, উচ্ছ্বসিত দর্শকরা
১৩ মে মুক্তি পেতে চলেছে রণবীর সিংহ, বোমান ইরানি, শালিনী পাণ্ডে, রত্না পাঠক শাহ অভিনীত ‘জয়েশভাই জোরদার’। তার আগে মুক্তি পেল এই ছবির ট্রেলার। ছবি সৌজন্যে https://www.instagram.com/jj_thefilm/
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘জয়েশভাই জোরদার’ছবির ট্রেলারে রণবীরকে একেবারে অন্যরকম ভূমিকায় দেখা যাচ্ছে। এই অভিনেতার নতুন লুক দেখে তাঁর অনুরাগীরা উচ্ছ্বসিত। ছবি সৌজন্যে https://www.instagram.com/jj_thefilm/
আজ এই ছবির তিন মিনিটের ট্রেলার প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। ট্রেলার দেখে সিনেমাপ্রেমীরা উচ্ছ্বসিত। তাঁদের মধ্যে এখন থেকেই ছবিটি নিয়ে আগ্রহ তুঙ্গে। ছবি সৌজন্যে https://www.instagram.com/jj_thefilm/
এখনও পর্যন্ত ছবির গল্পের বিষয়ে যা জানা গিয়েছে, পুরুষতান্ত্রিক সমাজে বাস করেন জয়েশভাই। তাঁর স্ত্রী দ্বিতীয়বার কন্যাসন্তানের জন্ম দেওয়ার আগে গর্ভপাতের জন্য চাপ দেন বাবা-মা। সেই সময় স্ত্রীর পাশে দাঁড়ান জয়েশভাই। ছবি সৌজন্যে https://www.instagram.com/jj_thefilm/
এই ছবির গল্প যেমন মানুষকে ভাবায়, তেমনই মানুষকে আকর্ষণও করে। এই ছবিতে নাটকীয় দৃশ্য, মজার উপাদানও আছে। ছবি সৌজন্যে https://www.instagram.com/jj_thefilm/
এই ছবিতে রণবীরের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শালিনীকে। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ছবিতে দেখা গিয়েছে শালিনীকে। তিনি মডেলিংও করেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/jj_thefilm/
রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন বোমান ইরানি। তিনি বরাবরের মতোই দুর্দান্ত অভিনয় করেছেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/jj_thefilm/
রণবীরের মায়ের ভূমিকায় দেখা যাবে রত্না পাঠক শাহকে। তিনিও ফের শক্তিশালী অভিনয়ের ছাপ রেখেছেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/jj_thefilm/
‘জয়েশভাই জোরদার’-এর পরিচালক দিব্যাঙ্গ ঠক্কর। এটাই তাঁর প্রথম ছবি। প্রথম ছবিতেই তাঁর কাছ থেকে দর্শকদের প্রত্যাশা তৈরি হয়েছে। ছবি সৌজন্যে https://www.instagram.com/jj_thefilm/
এরপর কর্ণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র শ্যুটিংয়ের জন্য জয়সলমীরে যাবেন রণবীর। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন আলিয়া ভট্ট। ‘সার্কাস’ ছবিতেও দেখা যাবে রণবীরকে। ছবি সৌজন্যে https://www.instagram.com/jj_thefilm/
- - - - - - - - - Advertisement - - - - - - - - -