Celebrity Relationship: বরুণের সঙ্গে অভিনয় করছেন আলিয়া? শুনেই সেটে হাজির নাতাশা
কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন বরুণ ধবন আর তাঁর দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালাল। দীর্ঘদিনের প্রেমপর্ব তাঁদের। কিন্তু জানেন কী, তাঁদের সম্পর্কেও তৈরি হয়েছিল ভুল বোঝাবুঝি, গিয়েছে কঠিন সময়ও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির হাত ধরে প্রথম বলিউডে পা রেখেছিলেন এই জুটি, বরুণ ধবন ও আলিয়া ভট্ট। সেই থেকেই অটুট তাঁদের বন্ধুত্ব। কিন্তু সেই বন্ধুত্বই প্রভা ফেলেছিল তাঁদের ব্যক্তিগত সম্পর্কে।
বরুণ ও নাতাশার দীর্ঘদিনের প্রেম। কিন্তু নাতাশা রূপোলি পর্দার নায়িকা নন। বলিউডের আদব কায়দা মানতে প্রথম প্রথম সমস্যা হত তাঁর।
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিতে আলিয়া-বরুণের চুম্বনের দৃশ্য নিয়েও আপত্তি ছিল নাতাশার।
শোনা যায়, সমস্যা এমনই পর্যায় পৌছায়, নাতাশা বরুণের শ্যুটিং সেটে পৌঁছে যেতেন তাঁর ওপর নজর রাখতে। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর একাধিকবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছে আলিয়া-বরুণ জুটিকে।
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবি চলাকালীন আলিয়ার সঙ্গে ডেট করছিলেন সিদ্ধার্থ মলহোত্র। আলিয়া-বরুণের বন্ধুত্ব নিয়ে সমস্যা হয়েছিল তাঁরও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -