Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Bollywood Mistakes: এ কী কাণ্ড! 'DDLJ' থেকে 'PK', বলিউড সিনেমার অন্যতম ১০ 'ভয়ঙ্কর' ভুল!
'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' - প্রথম উদাহরণ শাহরুখ খান ও কাজল অভিনীত 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'। ছবির দ্বিতীয়ার্ধ পুরোটাই পাঞ্জাবের প্রেক্ষাপটে তৈরি, অন্তত গল্প অনুযায়ী। ক্লাইম্যাক্স দৃশ্য দেখা যায় 'আপটা' নামের এক স্টেশনে এবং সেটি পাঞ্জাবে নয়, বরং মহারাষ্ট্রে। আদিত্য চোপড়ার মতো তারকা পরিচালক যদি এমন গণ্ডগোল করতে পারেন, তাহলে অন্যরা কীভাবে বাদ যান? রইল আরও উদাহরণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'রা ওয়ান' - আবারও শাহরুখ খানের ছবি, জনপ্রিয় 'রা ওয়ান'। সিনেমার গল্প অনুযায়ী, তাঁর চরিত্র দক্ষিণ ভারতীয় হিন্দু। কিন্তু মৃত্যুর পর তাঁর শেষকৃত্য হল খ্রিষ্টান ধর্মের নিয়ম মেনে। আবার তার পরের দৃশ্যেই দেখা যাচ্ছে পর্দায় শাহরুখের স্ত্রী করিনা কপূর খান স্বামীর অস্থি বিসর্জন দিচ্ছেন। দুটোই একসঙ্গে?
'পিকে' - এই ছবিতে সরফরাজ (সুশান্ত সিংহ রাজপুত অভিনীত চরিত্র) জগ্গুকে (অনুষ্কা শর্মা অভিনীত চরিত্র) বলে যে সে ব্রুজের (Bruges)-এর পাকিস্তানি দূতাবাসে কর্মরত। কিন্তু ব্রুজে কোনও পাকিস্তানি দূতাবাসই নেই। যেটা রয়েছে সেটা ব্রাসেলসে। রাজু হিরানির হাতেও এমন ভুল?
'লগান' - ১৮৯২ সালের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। ছবিতে প্রত্যেক বোলারকে দেখা যাচ্ছে এক ওভারে ছয় বল করতে। কিন্তু ১৮৯২ সালে, ইংল্যান্ড প্রত্যেক ওভারে কেবলমাত্র ৫টা বল করতে দিত।
'অমর আকবর অ্যান্থনি' - ৭০-এর ব্লকবাস্টার ছবি 'অমর আকবর অ্যান্থনি'। অমিতাভ বচ্চন, ঋষি কপূর ও বিনোদ খান্না অভিনীত এই ছবি বিজ্ঞানের মোটামুটি পরিচিত সমস্ত নীতিকে অস্বীকার করে। সিনেমায় এই তিন ভাইকে রক্ত দিতে দেখা যায় তাঁদের পর্দার মা, নিরুপা রায়কে, একসঙ্গে!
'হায়দার' - ৯০-এর কাশ্মীরের প্রেক্ষাপটে তৈরি শাহিদ কপূরের এই ছবি। কিন্তু সিনেমার 'বিসমিল' গানে, পিছনে একাধিকবার সেলুলার টাওয়ার দেখতে পাওয়া গেছে। ওই সময়ে কাশ্মীরে কোনও সেলুলার টাওয়ার ছিল না।
'আন্দাজ অপনা অপনা' - এই ছবির প্রায় প্রত্যেক দৃশ্যেই আমির খান ও সলমন খানের চুলের কায়দা বদলাতে থেকেছে। একটি দৃশ্যে দু'জনের ছোট চুল, তো ঠিক তার পরের দৃশ্যেই বড় চুল। তার কারণ এই ছবির শ্যুটিং চলেছে প্রায় ৩ বছর ধরে। এবং এই সময়েই সলমন 'সাজন' ছবিরও শ্যুটিং সারছিলেন যেখানে তাঁর বড় চুলের প্রয়োজন ছিল।
'রকস্টার' - ছবির একটি জনপ্রিয় গান 'সাড্ডা হক'-এর দৃশ্যায়ণে ইমতিয়াজ আলি একাধিক খবরের কাগজের ক্লিপিং রেখেছেন জর্ডনের (রণবীর কপূরের চরিত্র) কেরিয়ার গ্রাফ বোঝানোর জন্য। কিন্তু শিরোনামের সঙ্গে ভিতরের খবরে নজর দিয়েছেন কখনও? একটি হিন্দি খবরের কাগজে দেখা যায় শাহরুখ-ক্যাটরিনার 'যব তক হ্যায় জান' ছবির খবর, অপর একটি ইংরেজি খবরের কাগজে দেখা যাবে ২০১১ সালের ভারত-পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালের খবর। পরিচালক কেবল শিরোনাম বদলে যে কোনও খবর ব্যবহার করেছেন।
'পেয়ার কা পঞ্চনামা' - ছবির প্রথম দৃশ্যেই, তিন বন্ধু একটি বাইকে চেপে ধাবায় পৌঁছয়। কিন্তু সেখান থেকে বেরিয়ে তারা ফেরে একটি জিপে চেপে! হ্যাঁ! এমনই দেখানো হয়েছে।
'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' - এই ছবিতে যখন তাঁরা ঘুরতে যাচ্ছে, ট্রেনে ওঠার আগে নয়নার (দীপিকা পাড়ুকোন অভিনীত চরিত্র) হাত থেকে বানি (রণবীর কপূরের চরিত্র) বইটা নিয়ে নেয়। পরের দৃশ্যে, নয়নার হাতে তখনও বইটা রয়েছে! কিন্তু কী করে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -