Kyunki Saas Bhi Kabhi Bahu Thi: ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-র ২১ বছর, কতটা বদলে গিয়েছেন এই জনপ্রিয় ধারাবাহিকের চরিত্ররা?
একতা কপূর প্রযোজিত বিখ্যাত ধারাবাহিক ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-র ২১ বছর হয়ে গেল। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত জনপ্রিয়তার তুঙ্গে ছিল এই হিন্দি ধারাবাহিক। শুধু হিন্দিভাষীদের মধ্যেই না, সারা দেশেই জনপ্রিয় হয়ে উঠেছিল এই ধারাবাহিক। দু’দশক পরে এই ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা কতটা বদলে গিয়েছেন? দেখে নেওয়া যাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-র অন্যতম প্রধান চরিত্র মিহির ভীরানির ভূমিকায় দেখা গিয়েছিল অমর উপাধ্যায়কে। জনপ্রিয় হয়ে ওঠা সত্ত্বেও ছবিতে অভিনয় করার জন্য তিনি এই ধারাবাহিক ছেড়ে চলে যান। কিন্তু বড়পর্দায় তেমন সাফল্য না পেয়ে তিনি ফের ধারাবাহিকে অভিনয় করছেন।
‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-র অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন আজকের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি এই ধারাবাহিকে ‘তুলসি’-র চরিত্রে অভিনয় করতেন। এই চরিত্রটি এমনই জনপ্রিয় হয়েছিল, সারা দেশে তুলসি নামেই পরিচিত হয়ে ওঠেন স্মৃতি।
অন্য একটি ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কি’-তে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন রনিত রায়। তিনি অমরের বদলে ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-তে মিহিরের চরিত্রে অভিনয় করেন। ছোটপর্দায় সাফল্য পাওয়ার পর একাধিক ছবি, ওয়েব সিরিজে অভিনয় করছেন রনিত।
মিহিরের মা সবিতা মনসুখ ভীরানির ভূমিকায় দেখা যায় অপারা মেহতাকে। তিনি এই জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করার পর ‘পরিবার’, ‘হামারি সাস লীলা’, ‘সরগম কি সিধি সতী’-র মতো ধারাবাহিকে অভিনয় করেন।
‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-তে ভিলেনের চরিত্রে অভিনয় করেন হিতেন তেজওয়ানি। তাঁকে ওয়েব সিরিজ ‘তাণ্ডব’-এ দেখা গিয়েছে।
‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-তে ড. মন্দিরা কাপাডিয়ার চরিত্রে অভিনয় করেন মন্দিরা বেদী। সম্প্রতি তাঁর স্বামী রাজ কৌশল প্রয়াত হয়েছেন।
‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-তে ভিলেন পায়েল মেহরার চরিত্রে অভিনয় করেন জয়া ভট্টাচার্য। চিত্রনাট্য অনুযায়ী, প্রথমে পায়েলের সঙ্গেই মিহিরের বিয়ে ঠিক হয়েছিল। পরে অবশ্য তুলসির সঙ্গে মিহিরের বিয়ে হয়। এখনও ছোটপর্দায় অভিনয় করছেন জয়া।
‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-তে গায়ত্রী চাচির চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী কমলিকা গুহকে। তাঁকে ‘নাগিন’-এ দেখা গিয়েছে।
‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-তে অনুপম কাপাডিয়ার চরিত্রে দেখা যায় বিখ্যাত অভিনেতা আমন বর্মাকে। তাঁর সঙ্গে তুলসির বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু মিহির ফিরে আসায় সেটা আর হয়নি। ‘বিগ বস ৯’, ‘সুপারকপস ভার্সেস সুপারভিলেনস’-এ দেখা গিয়েছে আমনকে।
‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-তে দক্ষা বেনের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন কেতকী দাভে। তবে তিনি মাঝপথেই এই ধারাবাহিক ছেড়ে চলে যান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -