Hum Dil De Chuke Sanam Film: ২২ বছর আগে মুক্তি পেয়েছিল ‘হাম দিল দে চুকে সনম’, প্রকাশ্যে ছবির সেটের কিছু অদেখা ছবি
সঞ্জয় লীলা বনশালীর বিখ্যাত ছবি ‘হাম দিল দে চুকে সনম’ মুক্তি পেয়েছিল আজ থেকে ২২ বছর আগে। ব্যাপক জনপ্রিয় হয় সলমন খান, ঐশ্বর্য রাই, অজয় দেবগনের ছবিটি। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@ajaydevgn
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ছবির গল্প, সলমন-ঐশ্বর্য ও অজয়ের অভিনয় এবং গানগুলি দর্শকদের মন জয় করে নেয়। ছবিটির ক্লাইম্যাক্সও একেবারে অন্যরকম ছিল। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@ajaydevgn
‘হাম দিল দে চুকে সনম’-এর শ্যুটিংয়ের কিছু অদেখা ছবি প্রকাশ্যে এসেছে। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফাইল ছবি
এই ছবির শ্যুটিং যখন হচ্ছিল, তখন সলমন-ঐশ্বর্যর সম্পর্ক নিয়ে সরগরম ছিল বলিউড। ছবির দৃশ্যগুলিতে সেই সম্পর্কের রসায়ন দেখা যায়। ফাইল ছবি
ফিরে দেখা ‘হাম দিল দে চুকে সনম’-এর শ্যুটিংয়ের দৃশ্য। ফাইল ছবি
ইনস্টাগ্রামে সঞ্জয়, সলমন ও ঐশ্বর্যর সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন অজয়। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/@ajaydevgn
ছবিগুলি শেয়ার করে অজয় লিখেছেন, ‘হাম দি দে চুকে সনম-এর ২২ বছর হয়ে গেল। সলমন, সঞ্জয়, অ্যাশ আর আমি জানতাম, আমরা অত্যন্ত স্পর্শকাতর একটি ছবি তৈরি করতে চলেছি। এই ছবিটি যে ইতিহাস তৈরি করবে, সেটা অবশ্য আমরা ভাবিনি।’ ফাইল ছবি
মৈত্রেয়ী দেবীর বিখ্যাত উপন্যাস ‘ন হন্যতে’ অবলম্বনে তৈরি হয় ‘হাম দিল দে চুকে সনম’। যদিও এই ছবির নির্মাতারা সরকারিভাবে সে কথা স্বীকার করেননি। ফাইল ছবি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -