ক্যাটরিনা থেকে হৃতিক- ভাড়ার ফ্ল্যাটেই থাকেন বলিউডের এই তারকারা
বলিউডের বেশ কয়েকজন তারকা এখনও ভাড়ার ফ্ল্যাটেই থাকেন। এই তারকাদের রোজগার কয়েক কোটি টাকা হলেও মুম্বইয়ে তাঁদের নিজেদের বাড়ি নেই। এই তালিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে হৃতিক রোশন, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো তারকাদের নাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্যাটরিনা কাইফের মুম্বইয়ে বাড়ি নেই। তিনি আন্ধেরি ওয়েস্টে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বোন ইসাবেলের সঙ্গে থাকেন।
বলিউড অভিনেতা হৃতিক রোশন ২০২০ থেকে জুহুর একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে রয়েছেন। এই অ্যাপার্টমেন্ট অক্ষয় কুমার ও ট্যুইঙ্কল খন্নার বাড়ির একেবারে কাছেই। এই অ্যাপার্টমেন্টের ভাড়া প্রতি মাসে ৮.২৫ লক্ষ টাকা বলে খবর।
জ্যাকলিন ফার্নান্ডেজ বলিউডে তাঁর পায়ের জমি শক্ত করে নিয়েছেন। সলমন খান সহ অন্য বেশ কয়েকজন তারকার সঙ্গে তিনি কাজ করেছেন। জ্যাকলিনেরও মুম্বইতে নিজস্ব বাড়ি নেই। তিনি প্রিয়ঙ্কা চোপড়ার বাড়ি ভাড়া নিয়েছেন। প্রিয়ঙ্কা বিয়ের পর আমেরিকায় রয়েছেন। তিনি মুম্বইতে তাঁর ফ্ল্যাট জ্যাকলিনকে ভাড়া দিয়েছেন।
অভিনেত্রী সানি লিওনও ভাড়ার ফ্ল্যাটে থাকেন। যদিও সম্প্রতি তিনি ১৬ কোটি টাকা দিয়ে ৪,৩৬৫ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের প্রতিবেশী হতে চলেছেন তিনি।
অভিনেত্রী নার্গিস ফখরিও ভাড়ার ফ্ল্যাটে থাকেন।
২০১২-তে ফোর্স সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক বিদ্যুৎ জামওয়ালের। ফিটনেস ও শরীর স্বাস্থ্যের জন্য তাঁর পরিচিতি রয়েছে। মুম্বইতে নিজস্ব বাড়ি নেই। তাই ভাড়ার ফ্ল্যাটেই থাকেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -