Antim: The Final Truth: 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'-র স্পেশাল স্ক্রিনিংয়ে নজর কাড়লেন সলমন খানের প্রাক্তন প্রেমিকা
সলমন খান ও আয়ুষ শর্মা অভিনীত 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'-র স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'-র স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ভাইজান সলমন খান। এছাড়াও উপস্থিত ছিলেন বলিউডের অন্যান্য তারকারাও।
তবে, 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'-র স্পেশাল স্ক্রিনিংয়ে সকলের নজর কেড়ে নিলেন সলমন খানের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি।
৬১ বছর বয়সী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সঙ্গীতা বিজলানি এদিন 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'-র স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হন।
কালো টপের সঙ্গে রুপোলি রঙের মিনি স্কার্টে সঙ্গীতা বিজলানি হয়ে উঠেছিলেন মোহময়ী। বয়স যে কেবলমাত্র একটা সংখ্যা, তা তিনি বুঝিয়ে দিচ্ছিলেন।
৬১ বছর বয়সেও অন্যান্য তারকাদের মাঝে সকলের নজর কেড়ে নিলেন অভিনেত্রী।
সঙ্গীতা বিজলানি অভিনয়ের পাশাপাশি স্টাইল স্টেটমেন্ট নিয়েও চর্চায় থাকেন। অভিনেত্রী-মডেল সঙ্গীতার স্টাইল স্টেটমেন্ট বলিউডে বেশ জনপ্রিয়।
'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'-র স্ক্রিনিংয়ে এদিন অভিনেতা আয়ুষ শর্মার সঙ্গে দেখা যায় তাঁর স্ত্রী এবং সলমন খানের বোন অর্পিতাকেও।
সলমন খানের সঙ্গে দীর্ঘদিন আগে সম্পর্ক ছিন্ন হয়ে গেলেও, তাঁদের মধ্যে যে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'-র স্ক্রিনিংয়ে স্পষ্ট।
বলিউডে বহু ছবিতে অভিনয় করেছেন সঙ্গীতা বিজলানি। এছাড়াও তাঁর অভিনীত বহু গান আজও একইরকম জনপ্রিয় দর্শকের কাছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -