Daily Astrology : অপ্রত্যাশিতভাবে টাকা আসবে কোন রাশির জাতকের ? আজ কী আছে আপনার ভাগ্যে ?
মেষ : অপ্রত্যাশিতভাবে টাকা আসবে। যার জেরে যে কোনও প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ : বিখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে আপনার যোগাযোগ আরও মজবুত হবে। আপনার কিছু সিদ্ধান্ত আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবদের হতাশ করতে পারে। চোখ ও গলার সমস্যা এড়িয়ে যাবেন না।
মিথুন : আপনার ঝুলে থাকা কাজ এখন শেষ হতে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। হজম ও রক্তচাপজনিত সমস্যায় ভুগতে পারেন আজ।
কর্কট : গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিকল্পনা ও নীতি ঝালিয়ে নিন। বাড়িতে উদ্বেগের পরিবেশ থাকতে পারে। যা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে।
সিংহ : ধৈর্য্য রাখলে আজ আর্থিক লেনদেনেরে ক্ষেত্রে ফল পেতে পারেন। বাবার সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখুন। অন্যথা সম্পর্কে টানাপোড়েন আসতে পারে।
কন্যা : আজ যা করবেন তার ইতিবাচক ফল পাবেন। আগে টাকা ধার নিয়ে থাকলে তা শোধ করে ফেলবেন। তবে, পরিকল্পনা অনুযায়ী কাজ কাজ হবে না।
তুলা : যদি তাৎপর্যপূর্ণ কিছু করার পরিকল্পনা করছেন, আজ সহজেই তা করে উঠবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। বাড়ির ছোট কারও বা আত্মীয়র বিয়ের দিন নির্ধারিত হতে পারে।
বৃশ্চিক : সব দিক থেকে আজ দায়িত্ব বেড়ে যাবে। কাজের জায়গায় নিখুঁত কাজ করার ফলে সুপিরিয়র বা উধর্বতনদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন।
ধনু : অতীতের সব প্রতিকূল পরিস্থিতি আজ অনুকূল হয়ে যাবে। যাঁরা ব্যবসা করেন, ভুল সিদ্ধান্তের জন্য আজ তাঁদের ভুগতে হতে পারে।
মকর : যাঁরা ব্যবসা করেন, তাঁদের পার্টনারের প্রতি সমস্ত ইগো সরিয়ে রাখতে হবে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। তাতে কেরিয়ারের উন্নতি হবে। পুষ্টিকর খাবার খান।
কুম্ভ : আজ আয় বাড়বে। কারণ, ব্যবসায় বৃদ্ধির যোগ রয়েছে। আকাঙ্খিত কোনও ফল পাওয়ার জন্য, নিজের চেষ্টার ওপর নজর দিন। স্বাস্থ্যের যত্ন নিন।
মীন : যদি দীর্ঘদিন আর্থিক সমস্যায় ভুগছেন, তাহলে আজ পরের দিকে পরিস্থিতির উন্নতি হবে। তুচ্ছ বিষয়ে পরিবারের সদস্যের সঙ্গে বিবাদ এড়িয়ে যান। স্বাস্থ্যের বিষয়ে আজ উদ্বেগে থাকতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -