Aaryan Khan Case: জামিনের শর্ত মেনে ফের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজিরা শাহরুখ পুত্র আরিয়ানের
বম্বে হাইকোর্টের জামিনের শর্ত অনুযায়ী, আজ ফের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজিরা দিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান। শাহরুখের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তিনি মুম্বইয়ে এনসিবি-র অফিসে যান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্রুজে মাদককাণ্ডে শাহরুখ পুত্রকে গত ৩ অক্টোবর গ্রেফতার করেছিল এনসিবি। ৭ অক্টোবর থেকে জেলে ছিলেন আরিয়ান। বেশ কয়েকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়।
অবশেষে বম্বে হাইকোর্ট আরিয়ান খানের জামিন মঞ্জুর করে। মাদক-মামলায় জামিনের দু’দিন পর, ৩০ অক্টোবর আর্থার রোড জেল থেকে ছাড়া পান আরিয়ান খান।
আঠাশ দিন পর মন্নতে ফেরেন শাহরুখ খানের বড় ছেলে। তবে জামিনের শর্ত অনুযায়ী, তাঁকে প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দিতে হবে। আজ সেই মতো হাজিরা দিলেন আরিয়ান।
৩০ অক্টোবর জেল থেকে ছাড়া পেয়েছেন আরিয়ান খান। ২ নভেম্বর শাহরুখের জন্মদিন ছিল। তার তিনদিন আগে ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন অভিনেতা। আগের দিন আরিয়ানের রিলিজ অর্ডার পৌঁছে যায় জেলের বেল বক্সে। সকালে মন্নত থেকে বিশাল কনভয় আর্থার রোড জেলে পৌঁছয়।
শাহরুখ অপেক্ষা করছিলেন জেল থেকে আড়াই কিলোমিটার দূরে পাঁচতারা হোটেলের গেস্টরুমে। আরিয়ান মুক্তি পাওয়ার আগে অবশ্য জেলে পৌঁছে যান তিনি।
উল্লেখ্য মাদক মামলায় বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খায় এনসিবি। শাহরুখ পুত্র আরিয়ান খান-সহ আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচার বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনও প্রমাণ মেলেনি বলে পর্যবেক্ষণ আদালতের।
অভিযুক্তদের কাছে বাণিজ্যিক ভাবে ব্যবহারের মাদক থাকা মানেই এই নয় যে তাঁদের অপরাধের ইচ্ছে ছিল। এমনকী আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটে অপরাধমূলক কিছু মেলেনি। আরিয়ানদের জামিনের নির্দেশনামায় লেখেন বম্বে হাইকোর্টের বিচারপতি।
অন্যদিকে ৭ নভেম্বর মাদককাণ্ডে এনসিবির সমন পেয়েও, হাজিরা দেননি আরিয়ান খান। সূত্রের খবর, পরেরদিন তদন্তকারীদের মুখোমুখি হন শাহরুখ পুত্র। এরই মধ্যে নবাব মালিকের অভিযোগ, আরিয়ানকে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ নেওয়ার ছক ছিল। এক বিজেপি নেতার বিরুদ্ধে তিনি আঙুল তুললেও, মানতে চাননি অভিযুক্ত।
শাহরুখ-পুত্র আরিয়ানের মাদক মামলার তদন্ত করছেন না সমীর ওয়াংখেড়ে, তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ড-সহ মোট ৬টি মামলার তদন্তভার নিয়েছে দিল্লি এনসিবির বিশেষ তদন্তকারী দল। সমীর ওয়াংখেড়েকে মুম্বইয়ে থেকে দিল্লি হেডকোয়ার্টারে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -