Abhijatrik Screening: 'অভিযাত্রিক'-এর বিদেশ যাত্রা, ৫টি মহাদেশে সমাদৃত অপুর গল্প
করোনা পরিস্থিতিতে বন্ধ সিনেমাহল। বন্ধ রয়েছে ছবির মুক্তিও। কিন্তু 'অভিযাত্রিক' এর 'অভিযান' যাতে না থামে সেই কাজেই আপাতত ব্রতী পরিচালক শুভ্রজিৎ মিত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইতিমধ্যেই ৫টি মহাদেশের ১৮ টা শহরের ১৯টি ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এই ছবিটি। অভিযাত্রিক-এর মুকুটে যুক্ত হয়েছে ২৩টা লরেন্সের পালকও।
শুভ্রজিৎ বলছেন, 'এই ছবিতে বাঙালির শিকড়ের গল্প রয়েছে। একটা বাংলা ছবি বিভিন্ন জায়গায় পুরষ্কৃত হলে সেই গর্ব সমস্ত বাঙালিরই'
ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী। অপুর জীবনের গল্প নিয়েই তৈরি হয়েছে 'অভিযাত্রিক'
ছবিটির বিশেষত্ব বলতে, গোটা ছবিতেই রয়েছে কেবল সাদা ও কালো রঙ। অর্থাৎ রঙিন ছবির জগতে একটা সাদাকালো ছবির মুক্তি যতটা নস্ট্যালজিয়ার ঠিক ততটাই অন্যান্য ছবির থেকে আলাদা করবে 'অভিযাত্রিক'-কে।
ছবিতে অপর্ণার ভূমিকায় অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়। মুখ্য ভূমিকায় অভিনয় করা এটাই প্রথম বাংলা ছবি তাঁর।
করোনা পরিস্থিতিতে আটকে পড়ে রয়েছে পরিচালক শুভ্রজিতের একাধিক নতুন ছবির কাজও। এখনও শুরু হয়নি নতুন ছবি 'মায়ামৃগ'-র শ্যুটিং। এই ছবিতে অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায়
বড়পর্দায় 'অপু'-র চরিত্রে নিজেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অর্জুনও। বলছেন, 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছে অভিযাত্রিক। তারপর গোয়াতেও ছবিটি দেখানো হয়েছে। কিন্তু কলকাতায়, নিজের শহরে সাধারণ মানুষদের যতক্ষণ না ছবিটা দেখাতে পারছি, তৃপ্তি পাব না। অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায়ও নেই।'
পরিচালক জানিয়েছেন, আরও বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে ছবিটি। তবে অবশ্যই পরিস্থিতি স্বাভাবিক হলে সাধারণ দর্শকদের প্রতিক্রিয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে টিম 'অভিযাত্রিক'
ছবি সৌজন্যে: পরিচালক শুভ্রজিৎ মিত্র
- - - - - - - - - Advertisement - - - - - - - - -