বাংলার ডান্স রিয়্যালিটি শো-এর মঞ্চে আসছেন সানি লিওনি!
বাংলা টেলিভিশনের ডান্স রিয়্যালিটি শো-এর মঞ্চে সানি লিওনি! এই প্রথমবার বাংলার ছোটপর্দায় আসছেন অভিনেত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'ডান্স ডান্স জুনিয়ার'-এর মঞ্চে দেখা যাবে বলিউড অভিনেত্রী সানি লিওনিকে। শ্যুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
গতকাল অর্থাৎ রবিবারই ৫০তম পর্বে পা রেখেছে ডান্স ডান্স জুনিয়ার। একঝাঁক খুদে প্রতিযোগীদের নিয়ে স্টার জলসার এই প্রতিযোগীতামূলক শো মন কেড়েছে দর্শকদের
শ্যুটিং শেষ হলেও সানি লিওনির অংশটির টেলিকাস্ট নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তবে দর্শকদের কাছে এইএপিসোড চমকপ্রদ হবে বলেই মনে করছেন নির্মাতারা।
সাদা পোশাকে মঞ্চে আগুন ছড়াচ্ছেন সানি। প্রকাশ্য়ে এসেছে শ্যুটিং ফ্লোরের সেই সব ছবিও।
'ডান্স ডান্স জুনিয়ার' রিয়্যালিটি শো-তে বিচারকের ভূমিকায় রয়েছেন দেব ও মনামী ঘোষ। এছাড়াও রয়েছেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী'
গতকাল সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন বিচারকরা। শ্যুটিং সেটে কেকও কাটা হয়।
একদল খুদে প্রতিযোগীরা ইতিমধ্যেই মন জয় করেছেন প্রতিযোগীদের। তবে প্রতিযোগীতার নিয়মে কমে আসছে প্রতিযোগীর সংখ্যাও
এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁর ডান্স ডান্স জুনিয়রের যাত্রার স্মৃতি উস্কেছেন দেব।
দর্শকদের জনপ্রিয় এই শো-এর শেষভাগে সানি লিওনির উপস্থিতি দর্শকদের চমকে দেবেই, আশা প্রযোজকদের
- - - - - - - - - Advertisement - - - - - - - - -