Manoj Bajpayee: জন্মদিনে 'ফ্যামিলি ম্যান', ৫৪ বছর পূর্ণ করলেন মনোজ বাজপেয়ী

Entertainment:আজ জন্মদিন মনোজ বাজপেয়ীর। রবিবার ৫৪ বছর পূর্ণ করলেন ফ্যামিলি ম্যান। Satya-র ছবিতে ভিখু মাত্রের চরিত্র প্রথম খ্যাতি এনে দিয়েছিল মনোজ বাজপেয়ীকে।

জন্মদিনে 'ফ্যামিলি ম্যান', ৫৪ বছর পূর্ণ করলেন মনোজ বাজপেয়ী

1/8
আজ জন্মদিন মনোজ বাজপেয়ীর। রবিবার ৫৪ বছর পূর্ণ করলেন 'ফ্যামিলি ম্যান'।
2/8
'Satya'-র ছবিতে ভিখু মাত্রের চরিত্র প্রথম খ্যাতি এনে দিয়েছিল মনোজ বাজপেয়ীকে।
3/8
তার পর একের পর এক ছবিতে নিজের জাত চিনিয়েছেন আদতে বিহারের বাসিন্দা মনোজ।
4/8
২০১৯ সালে, চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য 'পদ্মশ্রী' সম্মান পান।
5/8
ফিল্মফেয়ার, দাদাসাহেব ফালকে, জাতীয় পুরস্কারও পেয়েছেন এই বিশিষ্ট অভিনেতা।
6/8
'গ্যাংস অফ ওয়াসেপুর', 'শুল' ছবিতেও তাঁর অভিনয় ছিল দেখার মতো। আবার 'Family Man' ওয়েবসিরিজের শ্রীকান্ত তিওয়ারি চরিত্রেও তিনি অসাধারণ।
7/8
এই মুহূর্তে ৫৪ বছরের অভিনেতার হাতে পর পর বেশ কয়েকটি কাজ রয়েছে।
8/8
কঙ্কনা সেনশর্মার সঙ্গে তাঁর 'Soup' নামে একটি দুরন্ত ওয়েবসিরিজ আসতে চলেছে।এছাড়া 'Family Man 3'-র শ্যুটিং-ও সম্ভবত চলতি বছরের শেষাশেষি শুরু হতে পারে। আরও দুটি কাজের কথা শোনা যাচ্ছে। সব মিলিয়ে জমজমাট পেশাদার জীবন।
Sponsored Links by Taboola