Prabhas Birthday:জন্মদিনে 'বাহুবলী'-র নায়ক...
Entertainment:আজ সেই বাহুবলী থুরি প্রভাসের ৪৪তম জন্মদিন।
আজ সেই 'বাহুবলী' থুরি প্রভাসের ৪৪তম জন্মদিন
1/9
পর্দায় তিনি অসাধ্য সাধন করেন। আর তাঁর ছবির 'বক্স অফিস কালেকশন' চোখ কপালে তুলে দেয় ভারত তথা পুরো দুনিয়ার। আজ সেই 'বাহুবলী' থুরি প্রভাসের ৪৪তম জন্মদিন।
2/9
বহু ভক্তের আন্তরিক ভালোবাসা প্রতি মুহূর্তেই টের পান এই তেলুগু অভিনেতা। তবে আজকের দিনটা তো 'স্পেশ্য়াল।' হাজার হোক, 'বাহুবলী'-র অভিনেতার জন্মদিন বলে কথা।
3/9
যাঁকে নিয়ে এত মাতামাতি, সেই প্রভাস অবশ্য একবার বলেছিলেন, 'স্টারডম হ্যান্ডেল করতে পারি না। সাক্ষাৎকার দিতে গেলে ভয় করে।'
4/9
১৯৭৯ সালের ২৪ অক্টোবর চলচ্চিত্র প্রযোজক উপ্পলপতি সূর্য নারায়ণ রাজু এবং শিব কুমারির কোলে জন্ম নেয় এক ফুটফুটে পুত্রসন্তান। নাম, উপ্পলপতি ভেঙ্কট সূর্য নারায়ণ প্রভাস রাজু।
5/9
২০০২ সালে জয়ন্ত সি পরাঞ্জির অ্যাকশন ফিল্ম Eeswar-এ মুখ্যচরিত্রে অভিনয় দিয়ে বিনোদনজগতে এসেছিলেন প্রভাস। কিন্তু সেখানে তাঁর পারফরম্যান্স আলাদা করে কোনও রকম দাগ তো কাটেনি।
6/9
তবে পরের ছবি থেকে কিছুটা হলেও বদলাতে থাকে পরিস্থিতি। 'রাঘবেন্দ্র' ছবিতে শ্রী রাঘবেন্দ্র স্বামীর চরিত্র রূপায়ণে মনপ্রাণ ঢেলে কাজ করেন প্রভাস।
7/9
মারকাটারি অ্যাকশন সিকোয়েন্স, সঙ্গে তাঁর লম্বা, পেশিবহুল চেহারা--সব মিলিয়ে দর্শকের নজর কাড়ে। কিন্তু তিনি যে অভিনেতাও কম ভাল নন, সেটা বোঝানো তখনও বাকি ছিল।
8/9
২০০৪ সালে মুক্তি পায় 'বর্ষম'। সেখানে অভিনয়ে সাবলীল, নাচেও স্বচ্ছন্দ প্রভাসকে দেখতে পান দর্শকরা। রোমান্টিক অ্যাকশন ফিল্ম 'বর্ষম' তুমুল হিট হয়েছিল।
9/9
গল্পটা এই পর্যন্ত শুনলে মনে হবে, মোটের উপর মসৃণ সাফল্যের দলিল। তা নয়। কারণ, এর পর, দু-টি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। কিন্তু ব্যর্থতা মানে যে নতুন করে নিজেকে খুঁজে পাওয়া, সেটা আরও একবার দেখিয়ে দিলেন তেলুগু অভিনেতা। এবার এস এস রাজামৌলির সঙ্গে যুগলবন্দি করে অভিনয় করলেন 'ছত্রপতি '(২০০৫) ছবিতে। একই পরিচালকের সঙ্গে পরে 'বাহুবলী' ফ্রাঞ্চাইজি-তে কাজ করে কার্যত রেকর্ডভাঙা সাফল্য পান অভিনেতা। এবার প্রস্তুতি চলছে 'সালার' নিয়ে। ইতিমধ্যেই তার পোস্টার সাড়া জাগিয়েছে। বাকিটা কী হবে? বলবে সময়।
Published at : 23 Oct 2023 06:36 PM (IST)