Celebrities on Yaas Cyclone: ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের ১৫০০ পরিবারের পাশে অঙ্কুশ-ঐন্দ্রিলা-বিক্রম
ইয়াস বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে ফের এগিয়ে এলেন অভিনেতা-অভিনেত্রীরা। এবার অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন ও বিক্রম চট্টোপাধ্যায়। সুন্দবনের প্লাবিত এলাকায় পাঠালেন প্রয়োজনীয় সামগ্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত শনিবার উত্তরপাড়ার একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে সুন্দরবনের মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন তাঁরা। নিজেরাই হাত লাগালেন কাজে।
বিক্রম বলছেন, ‘এই সংস্থার ছোটরা অনেক উদ্যোগ নিয়েছে। ওদের কাজ দেখে মনে হয়েছিল, আমরা যদি একটু সাহায্য করতে পারি তাহলে ওরা অনেক মানুষের কাছে এই সুবিধা পৌঁছে দিতে পারবে।‘
বিক্রম আরও বলেন, ‘অঙ্কুশ ও ঐন্দ্রিলা এই সংস্থাকে অনেকদিন থেকেই সাহায্য করেছে। আমি ওদের কাছে শুনেই এগিয়ে এসেছি। করোনা ও ইয়াস পরিস্থিতিতে আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একা কেউ কিছু করতে পারব না। সবাই মিলে এগিয়ে আসলে কাজ করা সম্ভব।‘
ঐন্দ্রিলা বলছেন, ‘দিন-রাত খেটে সবাই কাজ করছে। কেবল মানুষের পাশে দাঁড়াবে বলে। সমস্ত খাবার সঠিকভাবে প্যাক করা থেকে শুরু করে সেগুলোকে সঠিকভাবে পৌঁছে দেওয়া। সবাই চেষ্টা করছে। আমরা পাশে দাঁড়িয়েছি কেবল।’
ঐন্দ্রিলা আরও বলেন, ‘ওদের পাশে দাঁড়াতে পেরে নিজেদেরই খুব ভালো লাগছে। যুব সমাজ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে এইটা দেখে ভালো লাগছে।‘
অঙ্কুশ বলছেন, ‘কোনও কিছুর সঙ্গে যুক্ত হওয়াটা বড় কথা না। কাজ করাটাই আসল। সবাই সবার সাধ্যমত কাজ করছে। ভালো লাগছে ওদের পাশে থাকতে পেরে।‘
অঙ্কুশ আরও বলছেন, ‘১৫০০ থেকে ১৬০০ জনের খাবারের আয়োজন করা হয়েছিল। সেগুলো সঠিকভাবে প্যাক করে পৌঁছনোর ব্যবস্থাও রয়েছে।‘
চাল-ডাল, শুকনো খাবার, বেবিফুড ছাড়াও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল সুন্দরবনের মানুষদের জন্য। এলাকা জলমগ্ন হয়ে থাকার ফলে মিলছে না পানীয় জল।
কিছুদিন আগেই সঙ্গীতশিল্পী অনীক ধরের সঙ্গে হাত মিলিয়ে কোভিড আক্রান্তদের কাছে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন বিক্রম ও অঙ্কুশ।
কেবল বিক্রম অঙ্কুশরাই নন, টলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী ও সঙ্গীতশিল্পীরা হত বাড়িয়ে দিয়েছেন এই কঠিন পরিস্থিতিতে মানুষকে সাহায্য করার জন্য।
ছবি ও তথ্য - সৌরভ বন্দ্যোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -