Neha Kakkar Birthday: বিয়ের পর প্রথম জন্মদিনে নেহা কক্করকে কী বললেন স্বামী রোহনপ্রীত? দেখুন
বিয়ের পর প্রথম জন্মদিনে নেহা কক্করকে কী বললেন স্বামী রোহনপ্রীত?
1/5
গতকাল জন্মদিন ছিল নেহা কক্করের। রোহনপ্রীত সিংহের সঙ্গে বিয়ের পর এটাই ছিল তাঁর প্রথম জন্মদিন। গত অক্টোবর মাসে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন নেহা-রোহনপ্রীত। ছবি সৌজন্য রোহনপ্রীত সিংহ ইনস্টাগ্রাম
2/5
এই বিশেষ দিনে ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেন নেহার স্বামী রোহনপ্রীত। সেখানে দেখা যায়, কীভাবে লকডাউনের মধ্যে নেহার জন্মদিন পালন করেছেন দুজন। মানানসই পোশাকে দুজনকেই ভীষণ সুন্দর দেখাচ্ছিল। ছবি সৌজন্য রোহনপ্রীত সিংহ ইনস্টাগ্রাম
3/5
ছবি শেয়ার করে রোহন লেখেন, আমার সঙ্গে তোমার প্রথম জন্মদিন। আশা করছিলাম তোমাকে আরও অনেক কিছু দিতে পারব। যাইহোক, শুভ জন্মদিন। আমার রানি। ছবি সৌজন্য রোহনপ্রীত সিংহ ইনস্টাগ্রাম
4/5
তার আগে, রোহনপ্রীত আরও একটি ছবি শেয়ার করেন। সেখানে লেখেন, তোমার স্বামী হিসেবে আমি গর্বিত। কথা দিচ্ছি, তোমাকে প্রত্যেক মিনিট ভালবাসব। শুভ জন্মদিন। ছবি সৌজন্য রোহনপ্রীত সিংহ ইনস্টাগ্রাম
5/5
বর্তমানে হিমেশ রেশাম্মিয়া ও অনু মালিকের সঙ্গে ইন্ডিয়ান আইডল ১২ -তে বিচারকের ভূমিকায় দেখা যায় নেহাকে। ছবি সৌজন্য রোহনপ্রীত সিংহ ইনস্টাগ্রাম
Published at : 07 Jun 2021 01:48 PM (IST)