Alia Bhatt Pics: নানা রঙের আলিয়া

সুন্দরী অভিনেত্রী আলিয়া ভট্ট

1/6
সব্যসাচীর ডিজাইন করা পোশাকে অপূর্ব সুন্দরী আলিয়া ভট্ট। এই পোশাকের সঙ্গে সোনার কানের দুল, সামান্য মেকআপ স্লিক পনিটেইলে সুন্দর দেখতে লাগছে আলিয়াকে।
2/6
জয়পুরে এক বন্ধুর বিয়েতে গিয়েছিলে আলিয়া। সেখানে তাঁর পরনে ছিল সাদা শারারা স্যুট। এর সঙ্গে নো-মেকআপ লুকে আলিয়াকে সুন্দর দেখতে লাগছে।
3/6
‘কলঙ্ক’ ছবির প্রচারে ডিজাইনার অনিতা ডোঙ্গরার তৈরি শারারা সেট পরেন আলিয়া। এই পোশাকে নজর কেড়ে নেন তিনি।
4/6
সূর্যের আলোর মতোই উজ্জ্বল রঙের পোশাকে আলিয়া।
5/6
রানি রঙের শারারা স্যুটে নজর কেড়ে নিয়েছেন আলিয়া। এই পোশাকের সঙ্গে তিনি বেছে নিয়েছেন চিরাচরিত স্টাইলের গয়না।
6/6
তবে আলিয়া যে পোশাকই পরুন না কেন, এই কুর্তা-শারারার মিশ্রণ একদম আলাদা। এই পোশাকে তাঁকে দারুণ মানিয়েছে।
Sponsored Links by Taboola