Maliaka Arora in Lockdown: লকডাউনের মধ্যে বাড়ির বাইরে পোষা কুকুরকে নিয়ে পায়চারি মালাইকার

Maliaka Arora

1/7
বলিউড তারকা মালাইকা অরোরার অনুরাগীরা তাঁর ছবির জন্য সাগ্রহে অপেক্ষায় থাকেন। মালাইকা তাঁর অসাধারণ ফিটনেস ও নৃত্যশৈলীর জন্য পরিচিত।
2/7
লকডাউনের কারণে এখন বাড়িতেই রয়েছেন মালাইকা। এরইমধ্যে বাড়ির বাইরে কিছুটা সময় তাঁকে পোষা কুকুর ক্যাসপারকে পায়চারি করতে দেখা গেল।
3/7
একেবারে সাত সকালে পোষা কুকুরকে নিয়ে বাড়ির বাইরে দেখা গেল তাঁকে। ক্যাসপারের লাফালাফিও সামলাতে হল মালকিনকে।
4/7
স্পোর্টস টি ও শর্টসে মালাইকার ফিটনেস স্পষ্ট ধরা পড়েছে। এর থেকেই বোঝা যায়, শরীরচর্চা বজায় রেখেই চলেছেন তিনি।
5/7
সম্প্রতি মালাইকাকে নতুন একটি শো-তে এন্ট্রি নিতে দেখা যাচ্ছে। ডান্স রিয়েলিটি শো সুপার ডান্সার চ্যাপ্টার ৪-ও দেখা যাবে মালাইকাকে।
6/7
করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে শো মুম্বই থেকে দামনে সরে এসেছে। কারণ, মহারাষ্ট্রে শ্যুটিং পুরোপুরি বন্ধ।
7/7
মালাইকা এর আগেও বেশ কয়েকটি ডান্স রিয়েলিটি শো-র অংশ ছিলেন। এবার তাঁকে নতুন অবতারে দেখা যাবে।
Sponsored Links by Taboola