Maliaka Arora in Lockdown: লকডাউনের মধ্যে বাড়ির বাইরে পোষা কুকুরকে নিয়ে পায়চারি মালাইকার
বলিউড তারকা মালাইকা অরোরার অনুরাগীরা তাঁর ছবির জন্য সাগ্রহে অপেক্ষায় থাকেন। মালাইকা তাঁর অসাধারণ ফিটনেস ও নৃত্যশৈলীর জন্য পরিচিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলকডাউনের কারণে এখন বাড়িতেই রয়েছেন মালাইকা। এরইমধ্যে বাড়ির বাইরে কিছুটা সময় তাঁকে পোষা কুকুর ক্যাসপারকে পায়চারি করতে দেখা গেল।
একেবারে সাত সকালে পোষা কুকুরকে নিয়ে বাড়ির বাইরে দেখা গেল তাঁকে। ক্যাসপারের লাফালাফিও সামলাতে হল মালকিনকে।
স্পোর্টস টি ও শর্টসে মালাইকার ফিটনেস স্পষ্ট ধরা পড়েছে। এর থেকেই বোঝা যায়, শরীরচর্চা বজায় রেখেই চলেছেন তিনি।
সম্প্রতি মালাইকাকে নতুন একটি শো-তে এন্ট্রি নিতে দেখা যাচ্ছে। ডান্স রিয়েলিটি শো সুপার ডান্সার চ্যাপ্টার ৪-ও দেখা যাবে মালাইকাকে।
করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে শো মুম্বই থেকে দামনে সরে এসেছে। কারণ, মহারাষ্ট্রে শ্যুটিং পুরোপুরি বন্ধ।
মালাইকা এর আগেও বেশ কয়েকটি ডান্স রিয়েলিটি শো-র অংশ ছিলেন। এবার তাঁকে নতুন অবতারে দেখা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -