Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Mimi Chakraborty Pics: লকডাউনে নতুন হেয়ারস্টাইল, নয়া লুকে চমক মিমির
লকডাউনে গৃহবন্দি থেকেও সবসময় ভালো থাকার কথা বলেছেন, লিখেছেন মিমি চক্রবর্তী। অনুরাগীদের দিয়েছেন মন ভালো রাখান বিভিন্ন টিপসও। বাড়িতে বসেই আপাতত প্রিয় পোষ্যদের সঙ্গেই সময় কাটছে তাঁর। আর এর মধ্যেই নিজের লুক নিয়ে একটু কাটাছেঁড়া করলেন সাংসদ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকেবারে নতুন লুকে অনুরাগীদের চমকে দিয়েছেন মিমি। নতুন হেয়ার স্টাইল করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবি।
লকডাউনে বাড়িতে বসেই হেয়ারস্টাইল বদলে ফেলেছেন মিমি। নতুন ‘ব্যাংস’ নিয়ে ঝলমলে ছবি শেয়ার করেছেন সাংসদ। নরম রোদে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
নিজের লম্বা চুলের হেয়ারস্টাইল বদলেছেন মিমি। আর তাঁর নতুন স্টাইলে মুগ্ধ সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরাও। মিমির ছবিতে ইশা সাহা লিখেছেন, 'ব্যাংস'! দুটি হার্ট সাইন দিয়েছেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করেছিলেন মিমি। বাড়িতে নতুন সদস্য এসেছে তাঁর। চিকুর স্মৃতিতে মিমি এই খুদের নাম রেখেছেন চিকু জুনিয়র। মাত্র ৪০ দিন বয়সের এই কুকুরটি মিমিকে উপহার দিয়েছেন তাঁর বন্ধুরাই।
কিছুদিন আগেই মানসিক স্বাস্থ্যের কথা বলে একটি ভিডিও শেয়ার করেছিলেন মিমি। সেখানে সোশ্যাল মিডিয়া ও মানসিক স্বাস্থের কথা বলেছিলেন তিনি। দিয়েছিলেন সবার পাশে থাকার বার্তা।
ইয়াস পরবর্তী পরিস্থিতিতে নিজের বারুইপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গা পরিদর্শন করেছিলেন মিমি। বিভিন্ন ত্রাণশিবিরে প্রচুর মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল। তাঁদের খাওয়াদাওয়ার তদারকিও করতে দেখা গিয়েছিল তাঁকে।
অতিমারী পরিস্থিতিতে বেড, অক্সিজেন ও অন্যান্য সাহায্যের জন্য হেল্পলাইন চালু করেন মিমি। এখনও সেই হেল্পলাইনের সাহায্য চালিয়ে যাচ্ছেন তিনি।
সম্প্রতি লকডাউনে কী করে মন ভালো রাখবেন সোশ্যাল মিডিয়ায় তাঁর একগুচ্ছ টিপসও দিয়েছেন মিমি। তিনি লিখেছেন, 'করোনা পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। মন হালকা রাখতে মজার কোনও সিনেমা দেখুন। এমন কিছু করুন যেটা মনকে ভারাক্রান্ত করে তুলবে না। যদি খুব আতঙ্কিত লাগে তাহলে কেন ভয় করছে তা লিখে ফেলুন। এতে ভয় কেটে যাবে।' মিমি আরও লেখেন, 'ভালো খাবার খান, এটা আমায় খুব সাহায্য করে। স্নান করুন, ব্যবহার করুন কিছু এসেনসিয়াল অয়েল। অনলাইনে অর্ডার করে আনিয়ে নিতে পারেন। স্নানের জলে এই তেন মিশিয়ে নিন অথবা ঘুমের আগে বালিশে ২ ফোঁটা ফেলে দিন। এতে ভালো ঘুম আসবে। মন ও ভালো হবে।' সেইসঙ্গে মিমি লেখেন, 'আমি যোগব্যায়ম করি না। তাই এটা যদি মন ভালো করতে পারে তাহলে আমায় জানাবেন। বাড়িতে গাছ লাগান। বই পড়ুন বা গান শুনুন।'
ছবি সৌজন্যে: মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -